আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৪
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত আহমেদ সানি হানিফ (১৮) নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।আজ রোববার ভোর ৫টার দিকে আজমপুর ফরিদ মার্কেটের কাছে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনা নিশ্চিত করে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বলেন, আমারা খবর পেয়ে উত্তরা আজমপুর রেলগেট এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা আবুল বাশার বলেন, আহমেদ সানি হানিফ সেহরি খেয়ে মসজিদে ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে সে।
আজমপুর এলাকার রেল লাইনে নিরাপত্তার ত্রুটি রয়েছে কসাইবাড়ি থেকে আজমপুর রেল লাইনের এই মধ্যখানে আরো কয়েকটি গেট রয়েছে । এই সব গেটে গেটম্যানদের ডিউটি করতে তেমন একটা দেখা যায় না এমন খোব প্রকাশ করেছেন এলাকার কয়েকজন ব্যক্তি ।অনেক সময় রেল চলন্ত অবস্থায় সতর্কতা মূলক কোনো হৰ্ণ বাজায় না এমনও অভিযোগ করেছেন আশপাশ এলাকার জনগণ। যার কারণে প্রায় এই এলাকায় এমন দুর্ঘটনা ঘটে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |