আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৯
কামরুল হাসান বাবলু : উত্তরা ৭নং সেক্টর হতে অপহরণের শিকার নবীর হোসেনকে তুরাগ থানার যাত্রাবাড়ি এলাকা থেকে বিশেষ তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এই সময় অপহরণকারী দলের ৪ সদস্যকেও আটক করে থানা পুলিশ । অপহরন কাজে ব্যবহৃত প্রাইভেটকার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৯-০৬০৫ উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।
এই বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান পিপিএম ,সেবা ।
তথ্য প্রযুক্তির সহায়তায় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা ৭নং সেক্টর হতে অপহরণের শিকার নবীর হোসেন (৩৬), পিতা-আমির হোসেন, মাতা-হনুফা বেগম, সাং-বজুরিখোলা, স্বর্ণকার বাড়ী, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর, এ/পি-বাসা নং-৭৭, লেক ড্রাইভ রোড, সেক্টর নং-০৭, থানা-উত্তরা পশ্চিম, ঢাকা কে তুরাগ থানাধীন যাত্রাবাড়ি এলাকা হতে উদ্ধার করেছে এবং অপহরনের ঘটনায় জাড়িত ০১। মোঃ মোকসেদ আলী (৩৬), পিতা-মৃত-সুরুজ আলী, মাতা-জাহানারা বেগম, সাং-চরশেরপুর নয়া পাড়া, মুকুল হাজীর বাড়ী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি-আলিফ এর বাসার ভাড়াটিয়া, ফ্ল্যাট নং-বি/৩, মসজিদ রোড, যাত্রাবাড়ী, থানা-তুরাগ, ঢাকা, ০২। মোঃ খায়রুল (৩৭), পিতা-নূর মোহাম্মদ, মাতা-জোবেদা খাতুন, সাং-গোপালপুর, থানা-নাগেশ^রী, জেলা-কুড়িগ্রাম, এ/পি-জহিরের বাসার ভাড়াটিয়া, যাত্রাবাড়ী, থানা-তুরাগ, ঢাকা, ০৩। মোঃ রুবেল (২৬), পিতা-হাতেম শেখ,মাতা-আজিরন বেগম, সাং-পেচারচর, আবেদ আলী ডাক্তার বাড়ী, থানা- ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি-রশিদ এর বাসার ভাড়াটিয়া, তারা মসজিদের পিছনে, পাকুরিয়া, থানা-তুরাগ, ঢাকা, ০৪। মোঃ রায়হান (১৯), পিতা-মোঃ আবু হানিফ, মাতা-মোছাঃ রুপালী বেগম, সাং-হোসেন খিলা মুন্সি বাড়ী, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর, এ/পি-আলিপ এর বাসার নীচ তলার ভাড়াটিয়া, যাত্রাবাড়ী, থানা-তুরাগ, ঢাকাদেরকে গ্রেফতার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , গতকাল ১৩/১০/২০২৪ ইং তারিখ ভিকটিম নবীর হোসেন (৩৬) উত্তরা পশ্চিম থানাধীন ০৭ নং সেক্টরস্থ লেক ড্রাইভ রোডের বাসা নং-৭৭ এর দাড়োয়ান হিসেবে কর্মরত আছেন। গতকাল রবিবার ১৩/১০/২০২৪ ইং সন্ধ্যা অনুঃ ০৭.০০ ঘটিকায় তিনি মোবাইলে টাকা রিচার্জ করার জন্য উত্তরা ০৭ নং সেক্টরস্থ ১৮ নং রোডে যান। টাকা রিচার্জ করার পর তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা করিলে আসামী মোঃ খায়রুল (৩৭) ভিকটিমের সামনে আসিয়া বলে তুই আমার রিক্সা চুরি করেছিস। তখন ভিকটিম নবীর হোসেন আসামীকে জানায় সে রিক্সা চুরি করে নাই এবং সে বাসায় দাড়োয়ানের কাজ করে বলিয়া ১৮ নাম্বার রোড থেকে বাসায় চলে আসে এবং বাসায় আসিয়া পার্কিং এ বসে থাকেন।
১৩/১০/২০২৪ তারিখ সন্ধ্যা অনুঃ ০৭.২০ ঘটিকায় আসামী মোঃ মোকসেদ আলী (৩৬) সহ অজ্ঞাতনামা ০২ জন আসামী সহ একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে বাসার সামনে আসে এবং গাড়ী হইতে নামিয়া ভিকটিমকে পার্কিং হইতে টানা হেছড়া করিয়া গেইটের বাহিরে বাহির করিয়া জোর পূর্বক অপহরণ করিয়া গাড়ীতে উঠায় এবং তুরাগ থানাধীন যাত্রাবাড়ী এলাকায় আলিফ এর বাড়ীতে আটক রাখিয়া রিক্সা ফেরত দেওয়ার জন্য এলোপাথারী মারপিট করতে থাকে। বিষয়টি ভিকটিমের বাড়ীর মালিক জানার পর থানায় সংবাদ দিলে থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান সনাক্ত পূর্বক ১৩/১০/২০২৪ ইং তারিখ রাত্রী ১০.১০ ঘটিকায় তুরাগ থানাধীন যাত্রাবাড়ী আলিফ এর বাড়ী হতে ভিকটিমকে উদ্ধার করে এবং ০১। মোঃ মোকসেদ আলী (৩৬), ০২। মোঃ খায়রুল (৩৭), ০৩। মোঃ রুবেল (২৬), ০৪। মোঃ রায়হান (১৯) দেরকে আটক করে অন্যান্য আসামীরা কৌশলে পালিয়ে যায়।
থানা পুলিশ বাদীকে উদ্ধার করার পর ১ নং আসামি মোঃ মোকসেদ আলীর স্বীকারোক্তি মোতাবেক উত্তরা পশ্চিম থানাধীন ১৪ নং সেক্টরস্থ ১২ নং রোডের ৬১ নং বাসার পর্কিং হতে অপহরন কাজে ব্যবহৃত প্রাইভেটকার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৯-০৬০৫ উদ্ধার পূর্বক জব্দ করে।
উক্ত ঘটনা সংμান্তে উত্তরা পশ্চিম থানার মামলা নং-২২, তারিখ-১৪/১০/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬৫/১০৯ পিসি রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |