আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪১
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানী উত্তরার ডিয়াবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়েছে দালালসহ ৫ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুর ২টা অভিযান শুরু হয়ে সন্ধা ৬টা পর্যন্ত চলে।
আটককৃত ব্যক্তিরা হলেন- সুমন (৩৩), মো. আলী (৩০), জাকির হোসেন (৩৪), সোহরাব হোসেন অনিক (২০) ও ফয়সাল হোসেন (২০)।
বিআরটিএ সদর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের ভ্রাম্যমাণ আদালতে চারকে ৩ মাসের কারাদণ্ড ও একজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে তুরাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
জানা যায়, নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, নম্বর প্লেট, ফিটনেস, লার্নার ও মালিকানা পরিবর্তনসহ বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম, বিআরটিএর অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ নেওয়া ও দালালদের দৌরাত্ম বৃদ্বি নানাবিধ দুর্নীতির কারনে দুর্নীতি দমন কমিশনের (দুদক)র এনফোর্সমেন্ট দলটি সোমবার দুপুরে উত্তরার বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতার ছদ্মবেশে ঝটিকা অভিযান চালায়।
দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকারের নেতৃত্বে ও উপ-সহকারী পরিচালক মো. কামিয়াব আফতাহি-উন-নবীর সমন্বয়ে গঠিত একটি টিম এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
পুলিশ, দুদক ও স্হানীয় লোকজন জানান, অভিযানকালে উত্তরার ডিয়াবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) অফিস প্রাঙ্গন থেকে দু’ জন দালাল এবং ফটোকপি দোকানের দু’জন মালিক ও একজন কর্মচারীকে অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিআরটিএ সদর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলমের ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। বিজ্ঞ আদালত তাদের চারজনকে ৩ মাসের ও একজনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় অভিযোগ সংশ্লিষ্ট দুটি কম্পিউটার দোকানও সিলগালা করে দেন আদালত।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ব্যাপারে উত্তরা বিআরটিএর অফিসের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সতর্ক করেছে দুদকের টিম। এ সময় সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে, সেগুলো পর্যালোচনাপূর্বক পরবর্তী কার্যকরী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে এনফোর্সমেন্ট টিম।
এদিকে, তুরাগ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল গফুর মিয়া জানান, উত্তরার ‘দিয়াবাড়ির বিআরটিএ অফিসে দালালি ও সেবা প্রার্থীদের হয়রানির অভিযোগে পাঁচজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছে। পরবর্তীতে তাদেরকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |