আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:২২
মো: শফিকুল ইসলাম – পুলিশই জনতা, জনতাই পুলিশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশিং সমাবেশ, আলোচনা সভা ও র্যালী উত্তরায় অনুষ্ঠিত হয়েছে।
মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও উত্তরা বিভাগের পুলিশের আয়োজনে গতকাল রোববার বিকেলে উত্তরা ১৩ নং সেক্টরস্থ জমজম কনভেনশন সেন্টারে সমাবেশের আয়োজন করা হয়।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার (ওসি) (অপারেশন) পার্থ প্রতীম ব্রক্ষচারী সঞ্চালনায় দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস, এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( উত্তরা বিভাগ)র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম।
সমাবেশে ডিসি মোর্শেদ আলম মাদক, কিশোর গ্যাং ও জঙ্গিবাদের উদ্দেশে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ইভটিজিং এর বিরুদ্ধে পুলিশ সবসময় কঠোর অবস্থানে থাকে। তবে, অবৈধ অটোরিকশা, ফুটপাত বসানো এগুলো জনপ্রতিনিধিরা চাইলেই সমাধান করতে পারে। তারপরও পুলিশ এদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্হা গ্রহন করা হবে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন, কোন পুলিশ সদস্য কাজ না করলে কিংবা অপরাধের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন। আমি এর ব্যবস্থা গ্রহন করবো। যারা উত্তরা বিভাগের বিভিন্ন জায়গায় কমিউনিটি পুলিশিং এর দায়িত্ব পালন করছেন এবং আমাদের বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, উত্তরা বিভাগে আগের তুলনায় পুলিশের ভুমিকা এখন ভালো, তবে, উত্তরায় বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যার কারন হচ্ছে- অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। বিশেষ করে উত্তরখান, দক্ষিণখান ও তুরাগে বিশাল সিন্ডিকেট রয়েছে। যার কারণে সেক্টর গুলোর ভিতরেও এসব প্রবেশ করছে অনায়াসে, রাস্তায় সাধারণ মানুষ চলাচল করতে হিমশিম খাচ্ছে, যানজট তৈরি হচ্ছে প্রতিনিয়ত,ভোগান্তিতে পরছে সাধারন মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থী। মাঝেমধ্যেই ঘটছে দূর্ঘটনা, তাছাড়াও ফুটপাত বসিয়ে আদায় হচ্ছে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি। এছাড়াও মাদক, কিশোর গ্যাং এর অত্যাচার বন্ধ করতে পুলিশের কঠোর অবস্থান সম্পর্কে আরেকটু নজরদারির দাবি জানান বক্তারা। এছাড়া গুরুত্বপূর্ণ (বিশেষ বিশেষ) জায়গায় ট্রাফিক পুলিশ বক্স বসানোর দাবিও জানিয়েছেন তারা। এসময় কমিউনিটি পুলিশিং এর দায়িত্বে থাকা ব্যক্তিরা সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ আলম, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার, উত্তরা পূর্ব থানা (ওসি) মো: নাসির উদ্দীন, দক্ষিণখান থানার (ওসি) সিদ্দিকুর রহমান, উত্তরখান থানা (ওসি) আবুল কালাম আজাদ, বিমানবন্দর থানা (ওসি) আজিজুল হক, , উত্তরা ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: আফছার উদ্দিন খান, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মো: ফরিদ উদ্দিন, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শরিফুর রহমান, ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, কাউন্সিলর মো: জয়নাল আবেদীন, কাউন্সিলর মো: জাইদুল ইসলাম মোল্লা, উত্তরা ১২ নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি, একেএম নাসির উল্লাহ, উত্তরা পশ্চিম থানা বিট কমিউনিটি পুলিশের সভাপতি, শাহ আলম, সাধারণ সম্পাদক স্বপন, ৫২ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের আহবায়ক, ইব্রাহিম গণি মেম্বার, মোমতাজুল করিম, ইসমে আরা হানিফ, সাজেদুল ইসলামসহ উত্তরা বিভাগের পুলিশের সকল কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |