আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩০
যোবায়ের হোসাইন:-রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরের ৪ নং রোডের ৪৩ নং বাড়ীর ৫ম তলায় “প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস” নামক একটি ভূয়া কোম্পানীতে মার্কেটিং অফিসার, সহকারি সুপারভাজার ও সিকিউটি গার্ড নিয়োগের নামে দৈনিক শতাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উত্তরা ১২ নং সেক্টরের ৪ নং রোডের ৪৩ নং বাড়ীর ৫ম তলায় দৈনিক শতাধিক তরুন- তরুনী “প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস” নামক ভূয়া কোম্পানীটিতে মার্কেটিং অফিসার, সহকারি সুপারভাজার ও সিকিউরিটি পদে সাক্ষাতকার দিতে আসছে।
তাদের কাছ থেকে ফরম বাবদ ৫শ এবং জামানত বাবদ পদ অনুযায়ী ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
মার্কেটিং অফিসার ও সহকারি সুপারভাইজার পদের জন্য সাক্ষাতকারে আসা প্রার্থীদের সঙ্গে কথা বল্লে তারা জানান, ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তারা এখানে এসেছেন। সাক্ষাতকারে আসা প্রার্থীদের দেখা যায়, তারা ৫শ টাকা করে একেকটি ফরম কিনে তা পূরণ করে জমা দিচ্ছেন। অন্য আরো কয়েকটি ফরমে দেখা যায়, কারো কারো কাছ থেকে জামানত বাবদ ৩ হাজার টাকা নেওয়া হয়েছে।
এনিয়ে কতিথ কোম্পানীটির সাক্ষাতকার গ্রহনকারি কর্মকর্তাদের সাথে কথা বল্লে তারা প্রতিবেদকের উপর উত্তেজিত হয়ে বলেন, তাদের কোম্পানী সিকিউরিটি নিয়োগ দিয়ে থাকে। কোথায় সিকিউরিটি নিয়োগ দেওয়া হচ্ছে প্রশ্ন করলে উত্তেজিত কন্ঠে বলা হয়, আশুলিয়ার জামগড়া এলাকায়। কোন কারখানা বা কোম্পানীতে আপনারা সিকিউরিটি নিয়োগ দিচ্ছেন প্রশ্ন করলে কোন উত্তর দিতে পারেনি।
অনুসন্ধানে আরো দেখা যায়, ফেসবুকে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি লোগো ব্যবহার হচ্ছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস লিঃ নামে এই ভূয়া কোম্পানীটি তাদের প্রতিষ্ঠানের বৈধতা দেখাতে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেওয়া “এ্যাকটিভ গার্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেড” নামে অন্য আরেকটি প্রতিষ্ঠানের কাগজপত্র ভাড়ায় ব্যবহার করছেন। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এর জোড়ে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি লোগো ব্যবহার করে থাকেন।
দেখা যায়, ফেসবুকে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি লোগো ও উন্নতমানের সুযোগ সুবিধা দেখে বিভিন্ন জেলার দরিদ্র পরিবারের কলেজ পড়–য়া ছাত্র- ছাত্রীরা তাদের ফাঁদে পা দিচ্ছে।
খোঁজ নিয়ে দেখা যায়, কথিত প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানাজারসহ অন্যান্য পদের কর্মকর্তা দাবিদার অধিকাংশই ঢাকার বাহিরের বিভিন্ন জেলার কলেজ পড়ুয়া ছাত্র। তারা দক্ষিনখানের বি এলার্ট সিকিউরিটি নামক প্রতারনা ব্যবসার প্রতিষ্ঠান থেকে আলাদা হয়ে ১২নং সেক্টরে একই পদ্ধতিতে সিকিউরিটি গার্ডের প্রতারনা ব্যবসা শুরু করেছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |