আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৯
এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : বিশ্ব মহামারী ‘করোনা’ কালিন উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গঠিত মানবিক সংগঠন ‘বন্ধু’র বন্ধন’ ও মানসিক দূত খ্যাত মোঃ আব্দুল মতিন’র বর্তমান সময়ের বড্ড বেশী প্রয়োজন অনুভব করছেন মীরসরাই ছাড়িয়ে পুরো উত্তর চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। বিশ্ব মহামারী ‘করোনা’ ভাইরাস একদিকে ছিনিয়ে নিচ্ছিলো যখন মানুষের মহা মূল্যবান জীবন। এবং অন্যদিকে মানুষ কে ফেলে দিচ্ছিলো যখন নানাবিধ: ভাবে দুর্ভোগের মধ্যে তখন সর্ব প্রথম গঠিত হয় ‘শেষ বিদায়’র বন্ধু’ নামক মানবিক সংগঠন। যখন মহামারী ‘করোনা’ ভাইরাস এ মৃত্যু বরণকারী কোনো মানুষ কে আপনজন সহ কেউ-ই দাফন কার্য সম্পাদন’র জন্য এগিয়ে আসতো না তখন ওই সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকতায় দাফন কার্য্য সম্পাদন করার দৃষ্টান্ত স্থাপন করা হয়। এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যখন কেউ যাওয়ার সাহস করতো না তখন ওই সংগঠনের সাথে যুক্তরা তাদের চিকিৎসা-সেবার ব্যবস্থা করে রিতি মতো তাক্ লাগিয়ে দিয়েছিলেন সর্ব মহল কে। সংক্রমণ যখন বাড়তে থাকে তখন উক্ত সংগঠনের একার পক্ষে সব কিছু সামাল দিতে হিমসীম খাওয়ার অবস্থায় গঠিত হয় ‘মীরসরাই বন্ধুর বন্ধন’ নামে আরো একটি মানবিক সংগঠন। এ সংগঠনের সাথে সংশ্লিষ্টরা শুধু ‘করোনা’ ভাইরাস এ মৃত্যু বরণ কারীদের দাফ-কাপন’র ব্যবস্থা ও চিকিৎসা সেবা-ই শুধু নয় তারা অসহায়-অভাবী পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা এবং কোনো অভাবী পরিবারের মেয়ের বিয়ে সহ নানাবিধ: ভাবে সামাজিক কর্ম সাধনের মাধ্যমে অল্প দিনে ব্যাপক সু’নাম ও কুড়িয়ে নিতে সক্ষম হন। তবে, মীরসরাই উপজেলা ছাড়িয়ে উত্তর চট্টগ্রামের অনেক এলাকায় এমন কিছু মানবিক কাজ করে সবার কাছ থেকে ব্যাপকহারে প্রশংসা কুড়িয়ে নিতে সক্ষম হয়েছেন মোঃ আবদুল মতিন নামের মানব দরদী ব্যাক্তিটি। তিনি (আবদুল মতিন ) েমন- ই এক ব্যক্তি ছিলেন, যিনি- ‘করোনা’ কালিন সময়ে সরকার ও প্রশাসনের কড়া কড়ি আরোপের ফসল ‘লক্ ডাউন’ সহ নানাবিধ: কারণের বেড়াজালে পরিবারের কর্মজীবীরা আটকা পড়ে যাওয়ায় ওই পরিবার খেয়ে-না খেয়ে জীবন কাটাতে বাধ্য হয়ে জীবনের প্রতি অতীষ্ঠ হয়ে উঠেছিলো তখন মানবিক দূত হিসেবে আবির্ভূত হন উক্ত আবদুল মতিন নামক ব্যাক্তিটির। ‘করোনা’ কালিন রমজান মাসে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে কার ঘরে পাক্ না হওয়ায় কারণে রোজা রাখা মিস্ হচ্ছে ভোর রাতে তাদের বাড়ি-ঘরে উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী সহ নানান জিনিস পৌঁছে দিয়ে আসেন। এবং যারা অতি কষ্ট সাপেক্ষ রোজা রেখে ইফতার ও করতে পারছিলেন না তখন তাদের মাঝে ইফতার সামগ্রী ও পৌঁছে দিয়ে আসেন তিনি। এ ছাড়া-তার অনুরোধিয় পরমায়োসে য়ানবিক সংগঠন ‘বন্ধু’র বন্ধন’র’ পক্ষ থেকে বিভিন্ন পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক খরচ যোগান সহ আরো বহুবিধ: ভাবে সহযোগীতার হস্ত ও প্রসারিত করা হয়। এর ফাঁকে উক্ত আবদুল মতিন নিজে ও ব্যাক্তিগত ভাবে যতোদূর সম্ভব মানুষের উপকারে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু, বর্তমানে তিনি দেশের বাইরে তার কর্মস্থলে রয়েছেন। অপর দিকে ‘শৈশব বিদায়’র বন্ধু’ এবং ‘মীরসরাই বন্ধু’র বন্ধন’ নামক মানবিক সংগঠনের উল্লেখ যোগ্য কোনো তৎপরতা ষা না থাকায় মানুষজন হতাশার আবর্ত্বে। বর্তমান সময়তে ‘করোনা’র পাদুর্ভাব তেমন একটা না থাকলে ও কিন্তু মানুষ ষজন অভাব- অনটন এর করাল গ্লাসে যখন নিমজ্জিত তখন অতি সহসা-ই স্মরণে এসে যায় মানবিক দূত খ্যাত সেই মোঃ আব্দুল মতিন কে। এ ছাড়া- ‘শেষ বিদায়’র বন্ধু’ এবং মীরসরাই বন্ধু’র বন্ধন’ এর থেমে যাওয়া বা কমে যাওয়া মানবিক কর্মের প্রতি নজর দিয়ে বর্তমানে যে হব এলাকায় বিভিন্ন পরিবারগুলো খেয়ে-না খেয়ে কোনো রকম দিষ-রজনী পার করে যাচ্ছে তাদের খবরাখবর নেয়া সহ সম্ভব সব ধরনের সাহায্য- সহযোগীতা করে যাওয়ার জন্য বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিশেষ অনুরোধ জানিয়েছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |