আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২১
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : মিথ্যে ও বানোয়াট মামলা হলে ও আইন এবং আদালতের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নিয়মিত হাজিরার অংশে রোববার (৭ মে) চট্টগ্রামের আদালতে জামিন প্রার্থনার নিমিত্তে হাজির হয়েছিলেন মোট ১২ জন নেতা। তার মধ্যে ৫ জনকে জামিন দিয়ে বাকি ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলীম, মীরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, ১ নং করেরহাট বিএনপির যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু , সদস্য মীরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন তুহিন।সহ অপরাপর নেতারা আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু, আদালত উক্ত ৭জন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জামিন পাওয়া নেতারা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সদস্য মনজুর কাদের ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী। সদস্য নাজমুল আমিন পারভেজ। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন সাংবাদিকদের জানান, বিএনপি’র উক্ত নের্তৃবৃন্দ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে ৫জনের জামিন মঞ্জুর করেন আদালত। বাকি ৭জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |