আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২২
শফিকুল ইসলাম – রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০৪ কেজি নিষিদ্ধ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১ লক্ষাধিক টাকা র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ গোলাম রব্বানী (৩১)। সে লালমনিরহাঁট জেলার আদিতমারী থানার কিছামাত খোদ্দ ওরফে (চন্দ্রপুর খুটামারা) গ্রামের মৃত সাহাবুদ্দিনের পুত্র। আজ শনিবার বিকেলে র্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এম, ফখরুল হাসান জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিট থেকে শুরু করে রাত পৌনে ২ টা পর্যন্ত র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় একটি সাড়াশি অভিযান চালায়। অভিযানকালে আনুমানিক একত্রিশ লক্ষ বিশ হাজার টাকা মূল্যের একশত চার কেজি অবৈধ গাঁজাসহ মোঃ গোলাম রব্বানী (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি জানান, এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ (সিঙ্গেল কেভিন) জব্দ করা হয়। উদ্বারকৃত গাঁজার মূল্য প্রায় ৩১ লাখ টাকা। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম রব্বানী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |