আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১

শিরোনাম :

‘যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়’ ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবন্ধ হওয়ার প্রতীক ,কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতমতের ভিত্তিতে করতে চাই:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বর্তমানে যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন ‘জুলাই ঘোষণাপত্রের’ বিষয়ে রাজনৈতিকদলগুলো ঐকমত্যে পোঁছেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত চব্বিশের গণঅভ্যুত্থানঃএবার বাড্ডায় শহীদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে মুগ্ধ’র পরিবার সরকারি প্লট গ্রহণে অনিয়মের অভিযোগ:শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে পৃথক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ১৫ এপ্রিল শেখ রেহানার মেয়ে সহ শশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদুকের অনুসন্ধান শুরু

উন্মাতাল থার্টিফার্স্ট:বুকে চেপে ধরে একের পর এক চুমু,একটু পর পর হ্যাপি নিউ ইয়ার বলে উল্লাস

প্রকাশ: ১ জানুয়ারি, ২০২২ ৬:৪০ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক :-  তরুণীর ব্রাউন চুল। পরনে শর্টস আবেদনময়ী পোশাক। পায়ে হাইহিল জুতা।  হাতে হুইস্কির গ্লাস। মুখে সিগারেট। মাঝে মধ্যে হুইস্কির গ্লাসে চুমুক দিচ্ছেন সঙ্গে সিগারেটে টান। বিটের তালে তালে উন্মাদ এই তরুণীকে বারবার জড়িয়ে ধরছেন এক তরুণ। বুকে চেপে ধরে একের পর এক চুমু। একটু পর পর হ্যাপি নিউ ইয়ার বলে উল্লাস করছেন।

তাদের মতো হাজারো তরুণ-তরুণী এভাবেই পাঁচ তারকা হোটেল লা-মেরিডিয়ানে ইংরেজি নতুন বর্ষ-২০২২ সালকে বরণ করে নিয়েছেন। লা-মেরিডিয়ানে এমন চিত্র হলেও পুরো ঢাকাবাসী নিজেদের মতো করে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছেন।

শুক্রবার রাত ১২টা পাঁচ তারকা হোটেল লা-মেরিডিয়ানের বলরুম। বিটের তালে তালে কাঁপছিল বলরুমের চার দেওয়াল, ফ্লোর। চারদিকে লেজার লাইটের ঝলকানি। মঞ্চে পারফর্ম করছিলেন ডিজে গার্ল ও বয়রা। ডিজে গার্লরা ছুড়ে দিচ্ছেন উড়ন্ত চুমু। আর হিন্দি-ইংরেজি গানের সঙ্গে মঞ্চের সামনে নাচছিলেন স্বল্পবসনা আবেদনময়ী তরুণীরা। তাদেরকে সঙ্গ দিচ্ছিলেন মাতাল তরুণেরা। হুইস্কি-বিয়ার আর সিগারেটের ঘ্রাণের সঙ্গে মিশেছিল তরুণীদের অভিজাত প্রসাধনীর ঘ্রাণ। মাতাল তরুণ-তরুণী আর ডিজেরা পাচ্ছিলেন অন্যরকম এক অনুভূতি। নতুন বছরের কাউন্ট-ডাউনের সঙ্গে সবাই একসঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলে উদ্‌যাপন করেন থার্টিফার্স্ট নাইট। বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন ইটস মাই লাইফ’ ‘সাকি সাকি রুম্বা’ ‘ওয়াকা ওয়াকা’- গানের তালে তালে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বলরুমের দৃশ্য পাল্টায়। মদে-নাচে উন্মাদ তরুণ-তরুণীদের শরীরে ক্লান্তি আসে। বলরুমে চেয়ারে বসেন তরুণেরা। তাদের কোলে এসে বসেন তরুণীরা। একজন আরেকজনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছিলেন। এতে করে তরুণীদের লিপস্টিক লাগে তরুণদের গালে-ঠোঁটে ও ব্লেজারে। প্রেমিকযুগল তরুণ- তরুণীদের পাশপাশি বলরুমে আগত মধ্যবয়সীদের মধ্যে আনন্দের কমতি ছিল না।  ব্ল্যাক ডেভিল বিয়ার ও অ্যাবসুলেট ভদকার গ্লাস হাতে নিয়ে তারাও নাচছিলেন। আর তাদেরকে বকশিসের বিনিময়ে সঙ্গ দিচ্ছিলেন ডিজে গার্লরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে, ব্যবসায়ী, চাকরিজীবী, মডেল, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী, সংবাদকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডিজে পার্টিতে উপস্থিত ছিলেন।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু নির্দেশনা আগেই দিয়েছিল। এরমধ্যে নতুন বছরকে বরণ করতে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার অনুরোধ জানানো হয়েছিল। সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না এবং রাত ১০টার পর সব ফাস্টফুডের দোকান বন্ধ থাকবে। এছাড়া আতশবাজি, গাড়ি-মোটরসাইকেল চালানোর ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী শুক্রবার সন্ধ্যার পর থেকেই ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর দু’টি প্রবেশ পথ ছাড়া বন্ধ করে দেয়া হয়েছিল সবক’টি সড়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যানবাহন চলাচলে ছিল নিষেধাজ্ঞা। বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ছিল। হাতিরঝিলসহ আরও কয়েকটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ ছিল। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয়ায় শহরের বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। আধাঘণ্টার যাত্রাপথ যেতে দ্বিগুণ সময় লেগেছে। তবে সবকিছু ছাড়িয়ে থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপনের কোনো কমতি ছিল না। সন্ধ্যা থেকেই পটকা, আতশবাজি, ফানুস উড়ানোর মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে। যদিও ফানুস উড়াতে গিয়ে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

থার্টিফার্স্ট উপলক্ষে বারবিকিউ পার্টি, গান-বাজনার পাশাপাশি মদ-বিয়ারের ছড়াছড়ি ছিল ঘরে ঘরে। আগে থেকেই প্রস্তুতি নেয়া হয়েছিল বিশেষ এই দিনটি উদ্‌যাপনে। হোটেলে, বাসায় বাড়িতে, ছাদে ছিল নানা আয়োজন। থার্টিফার্স্ট উদ্‌যাপনকে ঘিরে হোটেলগুলো আগে থেকেই সাজানো হয়েছিল। বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজে প্রচার-প্রচারণাও ছিল লক্ষণীয়। বিভিন্ন ধরনের প্যাকেজের ব্যবস্থা করে আগে থেকে বুকিং ও টিকেটের ব্যবস্থা ছিল। হোটেলগুলোর বলরুম ও পার্টি প্লেস ভাড়া নিয়ে ইভেন্টম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো এসব অনুষ্ঠানের আয়োজক ছিল।  আগে থেকেই বুকিং দেয়া ছিল দেশসেরা ডিজে গার্ল ও বার সিঙ্গারদের। কিছু কিছু হোটেলে মদের ছড়াছড়ির পাশাপাশি অনুষ্ঠানে ছিল ভিন্নতা।

সরজমিন দেখা যায়, শুক্রবার  রাত ৮টার পর থেকে লা-মেরিডিয়ানের নিচে ভিড় করতে থাকে শহরের বিভিন্ন স্থান থেকে আগত বিলাসবহুল গাড়ি। প্রতিটি গাড়িতেই দেখা যায় অভিজাত ঘরের সন্তানদের। তাদের সঙ্গে রয়েছেন বান্ধবীরা। হোটেলের নিরাপত্তাকর্মীদের চেকিং শেষে লিফ্‌টে উঠে অতিথিরা ১৪ তলা, ১৬ তলা ও ছাদে যাচ্ছেন। এই হোটেলটির অন্তত ৫টি স্থানে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল। ঢাকার অন্তত দুই শতাধিক ডিজে তরুণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আগত অতিথিদের সঙ্গ দিয়েছেন। হোটেলটির ছাদে ছিল নানা আয়োজন। বলরুমের পাশাপাশি সুইমিং পুলের আশেপাশে ছিল নানা আয়োজন। বিক্রি হয়েছে  বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ, বিয়ার, কোমল পানীয় ও খাবার। সেখানে টাকা দিয়ে টোকন সংগ্রহ করে খাবার নিতে হয়। গলাকাটা দামে বিক্রি হয় মদ, কোমলপানীয়সহ অন্যান্য খাবার আইটেম। ২০০ টাকার বিয়ার বিক্রি হয়েছে এক হাজার টাকায়। ৮ হাজার টাকা বোতলের মদ বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ২৮০ টাকার বেনসন সিগারেট বিক্রি হয়েছে ৫০০ টাকায়। শুধু অ্যালকোহলের দাম নয়, খাবার আইটেমে রাখা হয় বাড়তি টাকা। হাফ লিটার পানি রাখা হয় একশ’ টাকা। ২০ টাকার কোকের দামও রাখা হয় একশ’ টাকা। এছাড়া অন্যান্য খাবারের দামও কয়েকগুণ বেশি রাখা হয়।  বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল জিরো আওয়ার, নিউ ইয়ার ইন ২০২২, ডিজে শান্ত, ডিজে প্রিন্স, ডিজে সনিকাসহ আরও অনেকের পারফর্ম। ফ্যাশন শো, ডিজে শো, ইটালিকো, ব্যান্ড লাইভ অনুষ্ঠান। প্রবেশ ফি ছিল ৪ হাজার টাকা থেকে শুরু। ছাদের অনুষ্ঠানের টিকেটে ভিন্নতা থাকায় সেখানে টিকেটের মূল্যও বাড়তি ছিল। পশ্চিমা ভঙ্গির পোশাকি তরুণীদের সঙ্গে আগত অতিথিরা নিজেদের মতো করে আনন্দ ভাগাভাগি করেছেন। অনেক অতিথির ভাষ্য, লা-মেরিডিয়ানে বিগত বছরগুলোর সব আয়োজনের চেয়ে এ বছরের আয়োজন ছিল সেরা।

অনুষ্ঠানে অব্যবস্থাপনা ছিল চরমে। সাজ্জাদ হোসেন নামের এক অতিথি বলেন, চওড়া দাম দিয়ে টিকেট কেটে এসেছি। কিন্তু এখানে চরম অব্যবস্থাপনা। বাউন্সার ও নিরাপত্তাকর্মীরা সহযোগিতা না করে বরং খারাপ ব্যবহার করেছে। লিফটের সংখ্যা বেশি থাকলেও সব লিফ্‌ট সব ফ্লোরে না থামায় বিশৃঙ্খলা দেখা দেয়। কারণ অনেকেই জানে না কোন প্রোগ্রাম কোথায় হচ্ছে। ভুল করে একটি ফ্লোরে গেলে সেখান থেকে অন্য ফ্লোরে যেতে আবার নিচে আসতে হয়েছে। এভাবে লিফটে লিফটে অনেক সময় চলে গেছে। এছাড়া সিঁড়ি দিয়ে যাতায়াত করার উপায় ছিল না।

লা-মেরিডিয়ানে ডিজে অলকা বলেন, আমি প্রতি বছর নিজে টিকেট কেটে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে আসি। এখানে এসে আগত অতিথিদের সঙ্গে নাচি। এতে করে কিছু টাকা বকশিস পাই। পুরো অনুষ্ঠানে ২০ থেকে ২৫ জনকে একটু একটু করে সময় দিলে ৩০ হাজার টাকার মতো আয় হয়। ডিজে নুরিয়া বলেন, ডিজে পার্টিতে যাওয়া আমার পেশা। শুধু থার্টিফার্স্টের আয়োজন নয়। ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে আমি নাচি। পার্টিতে টাকার বিনিময়ে অভিজাত ঘরের ব্যক্তিদের সঙ্গ দেই। এতে করে যা আসে সেটাই আমার ইনকাম। ঢাকায় আমার মতো হাজারখানেক পেশাদার ডিজে আছে। এই হোটেলে থার্টিফার্স্ট উপলক্ষে অন্তত কয়েকশ’ ডিজে এসেছেন। আদনান রহমান নামের এক অতিথি বলেন, ৮ হাজার টাকায় দু’টি টিকেট কেটে এসেছি। সঙ্গে আমার গার্লফ্রেন্ড অর্না আছে। কোনো বছরই মিস করিনা দিনটি। কারণ বছরের এই দিনটি আমার কাছে স্পেশাল। এখানে ইজিলি মদ-বিয়ার খেতে পারি।
হুমায়ুন কবির নামের একজন বলেন, প্রাইভেট চাকরি করি। পুরো বছরই কাজে ব্যস্ত থাকি। শুক্রবার থাকায় এখানে এসেছি। টিকেট পেতে বেগ পেতে হয়েছে। এখানে খাবারের দাম অনেক চওড়া। কোনো খাবারই সাধ্যের মধ্যে না। মদের সরবরাহের সীমাবদ্ধতার কথা বলে কয়েকগুণ বেশি দাম নেয়া হচ্ছে। সোহেল আনান নামের আরেক অতিথি বলেন, ডিজেদের সঙ্গে নাচতে পছন্দ করি। ৫০০ বা ১০০০ টাকা করে দিলে পেশাদার ডিজেদের সঙ্গে নাচা যায়।

এদিকে, ঢাকা রিজেন্সি হোটেলের পৃথক তিন স্থানে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বার, সেলিব্রেশন ও রুফটপে ফায়ারবক্স, মিউজিক্যাল নাইট ও ডিজে পার্টি ছিল। টিকেটের মূল্য ছিল ৫ হাজার টাকা। লা-মেরিডিয়ানের মতো এই হোটেলটিতে নতুন বছরকে বরণ করে নিতে রক সিঙ্গার মিলা ও কর্নিয়ার গানের তালে তালে বেসামাল হয়েছিল তরুণ-তরুণীরা। সন্ধ্যার পর থেকে হোটেলটিতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের অতিথিরা ভিড় জমানো শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই হোটেলটিতেও দৃশ্যপট বদলাতে শুরু করে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থার্টিফার্স্টের আয়োজনের মধ্যে ছিল ক্যাফে বাজারে স্পেশাল ডিনার, স্পেশাল নাইট মিউজিক উইথ বারবিকিউ ডিনার। এছাড়া ডিজে লাইভ ব্যান্ড মিউজিক অনুষ্ঠান। ডিজে লাইফ ব্যান্ড মিউজিকে বুকিং ফি ছিল সিঙ্গেল ৫ হাজার টাকা সঙ্গে ড্রিঙ্ক। কাপল সাড়ে ৯ হাজার টাকা এবং সঙ্গে দু’টি ড্রিঙ্ক। সাড়ে ৪ হাজার টাকায় বারবিকিউ এবং বুফে ডিনার। ডিনার, বারবিকিউ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। এছাড়া ডিজে লাইভ চলে রাত সাড়ে ৮টা থেকে ২টা পর্যন্ত। দু’জনের সিঙ্গেল রুম অফার ছিল ৮ হাজার ৫০০ টাকা।

ঢাকা ওয়েস্টিন হোটেলে থার্টিফার্স্ট উপলক্ষে  বলরুমে ছিল কাউন্টডাউন শো, ডিজে লাইভ অনুষ্ঠান।  সিঙ্গেলদের জন্য প্রবেশ ফি ছিল ৩ হাজার টাকা এবং কাপলদের প্রবেশ ফি ৬ হাজার টাকা। রাত সাড়ে ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। ২৩ হাজার টাকার একটি ক্লাবরুম অফার ছিল যেটা বুকিং করলে ওয়েস্টিনের অনুষ্ঠানগুলো ফ্রি  দেখার সুযোগ।

রেডিসন ব্লু ঢাকাতে ছিল  স্পেশাল ডিনারের ব্যবস্থা। এছাড়া একটি ইভেন্ট কোম্পানি বলরুম ভাড়া নিয়ে লাইভ ডিজে অনুষ্ঠানের আয়োজন করে। বুফে ডিনারের ক্ষেত্রে জনপ্রতি টিকেটের মূল্য ছিল ৪ হাজার ৯০০ টাকা। বারবিকিউ ডিনারের বুকিং ফি ৫ হাজার ৯শ’ টাকা। এছাড়া ডিনারের প্রবেশ ফি ৭ হাজার ৯শ’ টাকা। অনুষ্ঠান রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলে। এছাড়া পার্টির বাইরে বারের ব্যবস্থা ছিল। লবিতে ছিল বিশেষ আয়োজন।সূত্র:মানবজমিন

Please follow and like us:
error20
fb-share-icon
fb-share-icon20

জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাজধানীর পল্লবী ৫ নম্বর ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে স্বেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ

    ‘যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়’

    অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে চিহ্নিত চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী আটক করলেন ভাটারা থানার এএসআই মেসবাহ

    ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল

    ৫ আগস্ট ছিল আমাদের ঐক্যবন্ধ হওয়ার প্রতীক ,কাজেই জুলাই ঘোষণাপত্র সবার মতমতের ভিত্তিতে করতে চাই:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

    ঢাকা-৫ আসনে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জায়গা হবে না: নবীউল্লাহ নবী

    গনঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট

    দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

    জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে বর্তমানে যাতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল না ধরে:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন

    ‘জুলাই ঘোষণাপত্রের’ বিষয়ে রাজনৈতিকদলগুলো ঐকমত্যে পোঁছেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

    সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত

    বাংলাদেশে কখনো স্বৈরাচারের অবস্থান জনগণ মেনে নিবেনা : আমিনুল হক

    তারেক রহমান ১৮ কোটি মানুষের কল্লানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন: আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন

    চব্বিশের গণঅভ্যুত্থানঃএবার বাড্ডায় শহীদ ও আহতদের মাঝে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে মুগ্ধ’র পরিবার

    সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আজ দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

    ইসরাইল ও হামাসের মধ্যে বুধবার যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি ঘোষণা করেছে কাতার ও যুক্তরাষ্ট্র

    সরকারি প্লট গ্রহণে অনিয়মের অভিযোগ:শেখ হাসিনা এবং তার ছেলে জয়ের বিরুদ্ধে পৃথক মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আগামী ১৫ এপ্রিল

    শেখ রেহানার মেয়ে সহ শশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদুকের অনুসন্ধান শুরু

    বাড্ডা-রামপুরা-বনশ্রীতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’

    সংস্কার কমিশনের প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যার উদ্দেশ্য হলো এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি

    রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গঠিত ৬ কমিশনের মেয়াদ একমাস বাড়ানো হবে:উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    চার সংস্কার কমিশনের প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা

    চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া উত্তরা পশ্চিম থানা বিএনপি’র সদস্য রেজাউল কবির-কে বহিস্কার

    ‘এক্সপ্রেস মল গেষ্ট হাউজে’ চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির নেতা সহ ১০জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    ঢাকা এয়ারপোর্টে ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    ফ্যাসিবাদী দোসর দক্ষিণখান থানা যুবদলের সাবেক নেতা মিঠুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলা,থানায় মামলা

    ফরিদগঞ্জ মকবুল স্মৃতি সংসদ সম্পর্কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি’র সাথে আলোচনা

    খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক

    নোয়াখালীতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

    • Dhaka, Bangladesh
      বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
      SalatTime
      Fajr5:23 AM
      Sunrise6:43 AM
      Zuhr12:08 PM
      Asr3:13 PM
      Magrib5:34 PM
      Isha6:53 PM
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।