- প্রচ্ছদ
-
- রংপুর
- উলিপুরে জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উলিপুরে জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৩ ১:২০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) বিকালে জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা। এ সময় তিনি উপজেলা জাতীয় পার্টির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কফিল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, জাপা নেতা আবু বক্কর সিরাজ, বাবলু পাঠান, উপজেলা কৃষক পার্টির সভাপতি আলম মিয়া প্রমুখ। সভাটি সঞ্চলনা করেন পৌর
জাপার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মিন্টু বেগমগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক। রুহুল আমিন রুকু, এ সময় উপজেলা জাপার ১৩টি ইউনিয়নের নেতা-কর্মীসহ স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. মেহে জেবুনেছা রহমান টুম্পা বলেন, উলিপুরবাসীকে সাথে নিয়ে দলমতের উর্ধ্বে একটা সহজতর প্লাটফর্ম তৈরী করতে চাই। যেখানে সবার নূন্যতম মৌলিক অধিকার নিশ্চিত হবে। শতভাগ নারীশিক্ষা ও কর্মবাস্তবায়নের পাশাপাশি শিক্ষিত বেকারদের বিকল্প কর্মক্ষেত্র এবং দক্ষ উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চাই। এলাকায় নতুন শিল্পাঞ্চল সৃষ্টির পাশাপাশি উলিপুরকে বিনিয়োগ বান্ধব শিল্প নগরী হিসাবে গঠন করা হবে আমার অন্যতম লক্ষ। তিনি আরোও বলেন, জাতীয় পার্টি নির্বাচন মুখী দল। আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এ কারনে আমরা সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করছি। এ এলাকার মানুষ বার বার জাতীয় পার্টিকে নির্বাচিত করেছেন। আগামী নির্বাচনেও জাপার
প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আশা করছি।
Please follow and like us:
20 20