রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র । জাতির সূর্যসন্তানদের স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে মহান বিজয় দিবস পালিত হয় । বিজয় দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম ৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক সাইদুল ইসলাম খন্দকার, প্রধান শিক্ষক মোছাম্মদ শামসুন্নাহার বেগম সহ বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ । মহান বিজয় দিবসের প্যারেড ও অন্যান্য অনুষ্ঠানে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে ।