আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:২৯
কামরুল হাসান বালু :- গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ ধফার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার জসিম উদ্দিন রোডের মুখ থেকে পদযাত্রার কর্মীসূচি পালন করে বিএনপি ।
ভাসমান খোলা একটি ট্রাকে মঞ্চ করা হয় দলটির পক্ষ থেকে ।জুম্মার নামাজের পর থেকে একে একে নেতারা আসতে থাকে ।এদিকে উত্তর বিএনপির ৭১ টি ওয়ার্ডের নেতা কর্মীরা যার যার ব্যানার নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় ।বিএনপির পাস পাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত হন ।পদযাত্রা ৩-১৫ টায় শুরু হয়ে জমজম টাওয়ারে গিয়ে শেষ হতে ৫.৩০ মিনিট লেগে যায়।কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রণ ছিল এই পদযাত্রায় ।
পদত্যাত্রা পূর্বক উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন ,এই সরকারকে ক্ষমতায় রেখে বিএনপি নির্বাচনে যাবেনা ।এই সরকার গণতন্ত্রের সকার নয় ।তাই এই সরকারকে দ্বিতীয়বারের মতো বাইডেনের গণতন্ত্রের সম্মেলনে আমন্ত্রণ জানান হয় নাই ।এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে ।না হয় আন্দোলনের মুখেই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
তিনি আরো বলেছেন ,আওয়ামী সরকার মানে একটি জলজ্যান্ত দুর্নীতির সরকার ।তিনি বিআরটি প্রকল্পের দিকে দেখিয়ে বলেন ,এই যে প্রকল্প চলেছে ।কবে নাগাদ এর কাজ শেষ হবে ।জনগণের দুর্ভোগের শেষ নেই ।এই সব প্রকল্প মানে মেগা দুর্নীতি ।আওয়ামীলীগ শান্তি সমাবেশের নাম নৈরাজ্য উস্কে দিচ্ছে ।আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ।অথচ তারা গায়ে পাড়া দিয়ে আমাদের সাথে জগড়া করতে চায় ।কিন্তু আমরা সেই পথে যাচ্ছি না ।আমাদের কর্মসূচি অত্তান্ত শান্তি প্রিয় ।
স্থায়ী কমিটির সদস্য ড.মঈন খান তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে বলেছেন ,আমার আন্দোলনে আছি ।রাজ্ পথে আছি,রাজপথেই থাকবো ।যতক্ষণ পর্যন্ত এই অবৈধ সরকারকে বিদায় না দেয়া যায় । আমাদের এই আন্দোলন এখন আর বিএনপির একার আন্দোলন না ।এই আন্দোলন এখন জনতার আন্দোলনে রূপ নিয়েছে ।জনগণই এই সরকারকে অচিরেই পদত্যাগে বাধ্য করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ ।
উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ,বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব সহিদ উদ্দিন চৌধুরী এ্যানি,বিএনপি নেতা কামরুজ্জামান রতন,সাবেক যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব , মোস্তাফিজুর রহমান বাবুল,তাবিথ আউয়াল,এস এম জাহাঙ্গীর ,এ বি এম এ রাজ্জাক প্রমুখ ।
মিছিল শুরুর আগেই বিমানবন্দর সড়কের এক পাশ কানায় কানায় ভোরে যায় ।যখন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন তখন মিছিলের সম্মুখ ছিল আজমপুর বাস স্ট্যান্ড এলাকায় ।আর শেষ অংশ ছিল বিমানবন্দরের সিভিল এভিয়েশন এর অফিসের সামনে ।
নেতৃবৃন্দদের বক্তব্য শেষ হলেই পদযাত্রা শুরুর ঘোষণা দেন ।পদযাত্রার রুট ছিল জসিম উদ্দিনের মোড় থেকে শুরু করে আজমপুর বাস স্ট্যান্ড এর পশ্চিম দিকের সড়ক ধরে ভিতর দিয়ে লেক পাস্ ধরে জমজম টাওয়ারের গিয়ে শেষ হয় ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |