আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১২
এম, এ কাশেম: যৌবনের প্রারম্ভে পরিবারের হাল ধরতে সকল প্রকার স্বাদ আহ্লাদ কে বিসর্জন দিয়ে বিদেশে পাড়ি জমান আবদুল মালেক নামক এক ব্যাক্তি। দীর্ঘ দিন প্রবাস (সৌদি আরব) জীবনের অর্জিত সমুদয় অর্থ পরিবার (বাবা, মা, ভাই ও বোন) এর সদস্যদের পিছনে ব্যয় করে শেষোতক অসুস্থ অবস্থায় শূন্য হাতে দেশে ফিরে এসে বর্তমানে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন বলে একাধিক সূত্র’র মাধ্যম থেকে জানা গেছে। সূত্র জানায়, পরিবারের সদস্যদের সুখী করতে গিয়ে বয়স করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসার জীবনে ওনার দুই বছর এবং আট মাস বয়সী দু’টি ছেলে সন্তান এবং স্ত্রী নিয়ে মানবেতর জীবন-যাপন করে যাচ্ছেন! উনি ডায়াবেটিস, কিডনি এবং মেজর স্টক করার কারণে অনেকটা ফেরালাইজ্ড, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন, পায়খানা পশ্রাব নিয়ন্ত্রণ করতে পারেন না, তাই বাধ্য হয়ে-ই ছোট বাচ্চাদের মতো পাম্পাস পরে থাকেন। ওনার নিজের জীবন বাঁচানোর তাগিদে চিকিৎসা খরচ মেটাতে এবং স্ত্রী ও সন্তানদের দু’মুঠো ভাত খাইয়ে বাঁচিয়ে রাখার জন্য তিনি দেশের দয়াবান একটি অপারেশন হলে-ই উনার ওই সমস্যাটার কিছুটা হলে ও সমাধান হয়ে যাওয়ার আশ্বাষ দিয়ে ডাক্তাররা। অন্তত: দু’টা অবুঝ সন্তানের ভবিষ্যতের দিকে চেয়ে দেশের বিত্তশালী,দয়াবান যে কেউ সাহার্য-সহযোগীতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে পারেন। উক্ত অসুস্থ্য প্রবাসী আবদুল খালেক কে সাহার্য-সহযোগীতা করার মানসিকতা সম্পন্ন যে কেউ তার ব্যাক্তিগত নাম্বার (০১৮৬৫-৫১১৭২৪) এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ওর বিস্তারীত পরিচয়-ঠিকানা নিন্মরুপ: নামঃ আবদুল মালেক, পিতাঃ মোঃ আবদুল খালেক, বাড়ীঃ গণি পন্ডিতের বাড়ি, গ্রামঃ দক্ষীণ আলিপুর, থানাঃ দাগনভুইয়া, জেলাঃ ফেনী, বাংলাদেশ । মেবাইল নংঃ০১৮৬৫৫১১৭২৪
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |