আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
বিডি দিনকাল ডেস্ক:- সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৭ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিএম’স রিলিফ ফান্ড’ অ্যাকাউন্টের নাম ব্যবহার করে মির্জা ফখরুলের নামে ‘৫০ লাখ টাকার চেক’ ছড়িয়ে পড়ে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নোংরামির শেষ কোথায়? সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। মির্জা ফখরুল বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করে। আমাকে কেনা সম্ভব নয়। তিনি বলেন, বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার ।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘একটি ভুয়া চেকের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে একটি নোংরামি। তিনি (মির্জা ফখরুল) স্ত্রীসহ অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে এসব ভুয়া বিষয় ছড়ানো নোংরামি ও অসভ্যতার চরমতম ঘটনা।’
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |