আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৮
মনির হোসেন জীবন – একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান ফটো সাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো: রাজু মুন্সি (২৫)কে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সে দীর্ঘ প্রায় ৯ বছর যাবৎ দেশের সীমান্তবর্তীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত রাজু পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার গ্রাম- বাজিতা (মুন্সি বাড়ী), ৮নং ওয়ার্ড, ১নং মাধবখালী ইউনিয়নের মো: নুরুল ইসলাম মুন্সি ওরফে নরেজ মাষ্টারের পুত্র।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার শালগ্রাম সীমান্তবর্তী দূর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এটিইউ পুলিশের একটি দল।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর বারিধারা বাড়ি নং- ৫, রোড – ১২, ব্লক – জে, এটিইউ অ্যানেক্স বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে সংস্হাটির পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম এম হাসানুল জাহিদ এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে (এটিইউ)(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ ও তাসমিন আক্তার সহ সংস্হার অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম হাসানুল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি দল বুধবার দিবাগত রাত ১ টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার শালগ্রাম সীমান্তবর্তী দূর্গম এলাকায় অভিযান চালিয়ে একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো: রাজু মুন্সি (২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, নিহত আফতাব আহমেদ দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সময়ে অনেক দুর্লভ ছবি তুলে আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ একুশে পদকে ভূষিত হয়েছিলেন। এটিইউ সূত্রে জানা গেছে, সাংবাদিক আফতাব আহমেদ রাজধানীর পশ্চিম রামপুরার ৬৩ নং ওয়াপদা রোডে নিজ বাসার (৩য় তলার) উত্তর পাশের ফ্ল্যাটে একাকি বসবাস করতেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে তিনি নিজ বাসায় খুন হন। বাসায় একা থাকার সুযোগে তার ব্যক্তিগত গাড়ি চালক হুমায়ুন কবির, মো: রাজু মুন্সিসহ অন্যান্য আসামীগণ টাকা লুট করার সময় আফতাব আহমেদ চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। আফতাব আহমেদের ব্যক্তিগত গাড়ি চালক হুমায়ুন কবির গ্রেফতারকৃত আসামী মো: রাজু মুন্সির চাচাতো মামা।
সূত্র জানিয়েছে, এ ঘটনায় নিহতের ছেলে মনোয়ার আহম্মেদ সাগর (৫৫) বাদী হয়ে ঘটনার একদিন পর গত ২৬ ডিসেম্বর ২০১৩ তারিখে রামপুরা থানায় (পেনাল কোড) আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৩ (১২)২০১৩, ধারা- ৩০২/৩৪ রুজু করা হয়। এটিইউ পুলিশের (ইন্টেলিজেন্সের) এ কর্মকর্তা সাংবাদিক আলতাফ আহমেদ এর মামলার বিবরন তুলে ধরে জানান, পরবর্তীতে এ মামলা তদন্ত শেষে গত ২০১৪ সালের ২৫ মার্চ তারিখে গ্রেফতারকৃত আসামী রাজু মুন্সিসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে রামপুরা থানার অভিযোগপত্র নং ৭৭ আদালতে দাখিল করা হয়। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এই মামলার বিচারকার্য শেষে ২০১৭ সালের ২৮ মার্চ গ্রেফতারকৃত মো: রাজু মুন্সিসহ পাঁজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার। আসামীদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বেঞ্চ ২০২২ সালের ১২ অক্টোবর তারিখে আসামীদের বিরুদ্ধে নিম্ন আদালতের রায় বহাল রেখে আদেশ প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন- বিলাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, রাজু মুন্সি, রাসেল ও গাড়িচালক হুমায়ুন কবির মোল্লা। অন্য আসামি সবুজ খানকে সাত বছর কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এটিইউ এসপি এম এম হাসানুল জাহিদ জানান, গ্রেফতারকৃত আসামী রাজু মুন্সী ২০১৩ সালে গ্রেফতার হয়ে এক বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে পলাতক হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। দীঘর্দিন দেশের বিভিন্ন স্হানে আত্মগোপনে থাকার পর সর্বশেষ সে সীমান্তবর্তী এলাকায় অবস্হান করে দেশের বাইরে পালানোর পরিকল্পনা করছিল। দীর্ঘ নয় বছর পলাতক থাকার পর সর্বশেষে এটিইউর নজরদারিতে সে গ্রেফতার হয়। এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর পৌঁনে ৩ টায় এটিইউ (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভিন জানান, গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মো: রাজু মুন্সিকে জিঞ্জাসাবাদ শেষে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |