আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৮
ঢাকা: বঙ্গবন্ধু মেডিকেলের টিকাদান কেন্দ্রে, একই ব্যক্তির একদিনে পরপর ৩ বার টিকা নেবার বিষয়টি সত্য নয়। বিব্রত করার জন্যই উদ্দেশ্যমূলকভাবে এমন বক্তব্য দেয়া হয়েছে বলে দাবি উপাচার্য শারফুদ্দিন আহমেদের।
এমন অবস্থায় টিকাদান কেন্দ্রে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এবিষয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, এক ব্যক্তি তিন ডোজ টিকা নিতে পারেন না। এটা সম্ভব না। কারণ নিবন্ধন দেখেই টিকা দেওয়া হয়। এমন ঘটনা ভুল খবর। ওই ব্যক্তিকে নিয়ে আসার জন্য বলেছি। তিন ডোজ টিকা নেওয়া ব্যক্তিকে খুঁজে বের করা হবে। লোকটি পাগল হতে পারে। তাকে খুঁজে বের করা হবে। সুস্থ মানুষের পক্ষে এমন ঘটনা ঘটানো সম্ভব না।
প্রসঙ্গত, একসঙ্গে করোনা ভাইরাসের তিন ডোজ টিকা নেওয়া সৌদি প্রবাসী ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণে রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পরার পরেই বিষয়টি সাবার নজরে আসে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |