আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৩৫

শিরোনাম :

লন্ডন যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী থাকছেন যারা উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া আরও ২১ সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব তলব করেছে বিএফআইইউ ৭ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া:ফিরোজায় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ ঋণ জালিয়াতিতে আলোচিত আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে:মাহমুদুর রহমান মান্না ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার রাতে জাতীয় স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন আওয়ামী লীগে মনে করতো তাদের সমালোচনা মানেই সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সেজন্য আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে : অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম

এটা শুধু পদযাত্রা নয়, এটা জয়যাত্রা-মানুষের অধিকার আদায়ের পথে বিজয়ের জয়যাত্রা:উত্তরের পদযাত্রার প্রথম দিনে গাবতলীতে মির্জা ফখরুল

প্রকাশ: ১৮ জুলাই, ২০২৩ ৮:৩৫ পূর্বাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক:- সরকার পদত্যাগের ‘পদযাত্রা’র কর্মসূচিকে ‘শুধু পদযাত্রা নয়, জয়যাত্রা’ বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে রাজধানীর মহানগরীতে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘ এটা শুধু পদযাত্রা নয়, এটা জয়যাত্রা। মানুষের অধিকার আদায়ের পথে বিজয়ের জয়যাত্রা।”

‘‘ বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। আজকে সারা বাংলাদেশের শুধু পদযাত্রা নয়,এর আগে সভা হয়েছে, সমাবেশ হয়েছে আমরা শান্তিপূর্ণনভাবে বিক্ষোভ করছি..আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে পদত্যাগ করবেন। এক দফা এক দাবি, দাবিটা কি?”

নেতা-কর্মীরা এ সময়ে উচ্চস্বরে ‘শেখ হাসিনা এখন যাবি’ বলে শ্লোগান দিতে থাকে।

মির্জা ফখরুল বলেন,‘‘ পদত্যাগ করো, ওই পার্লামেন্ট যেটা বানাইছো সেটা বিলুপ্ত করো এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দাও।”

‘‘ আমরা ১২ তারিখে নয়া পল্টন থেকে যে দাবি দিয়েছি সারা দেশের মানুষের কাছে শুধু আমরা বিএনপি নই, ৩৬টি রাজনৈতিক দল একযোগে ঘোষণা দিয়েছে যে, এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে। এদেশের মানুষ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।”

তিনি বলেন, ‘‘ আসুন এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন যাত্রা শুরু করি। এটা হচ্ছে বিজয়ের যাত্রা। এই যাত্রার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের এক দফা দাবি আদায় করবো এই ভয়াবহ দানবীয় সরকারকে পরাজিত করে জনগনের সরকার, জনগনের পার্লামেন্ট গঠন করবো।”

‘‘ এই রৌদ্র, বৃষ্টি, ঝড় সব কিছুকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ভাবে আমরা বিজয় হতে হবে আমাদেরকে। আমি সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, পেশাজীবীসহ সকলকে আহ্বান জানাচ্ছি এই দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে আমাদের আজকে একজোট হতে হবে। এজন্য বলেছি সরকারকে পদত্যাগ করেন।”নইলে ফয়সালা হবে কোথায়? শ্লোগান তুলে বিএনপি মহাসচিব বলেন ফয়সালা হবে ‘রাজপথে’।

সকাল ১১ টার দিকে গাবতলী থেকে বিএনপির এই পদযাত্রা শুরু হয়। ১৬ কিলো মিটারের এই পদযাত্রা টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোল চত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওয়ের তালতলা, বিজয় স্মরণী, কাওরান বাজার, এফডিসি, মগবাজার, কাকরাইল, নয়া পল্টন, ফকিরাপুল, মতিঝিল, ইত্তফাক মোড়, দয়া গঞ্জ হয়ে রায়েসাহেব বাজার মোড়ে গিয়ে বিকাল ৪টায় শেষ হওয়ার কথা রয়েছে।

যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্ত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– তালতলা(আগারগাঁও)– বিজয় স্মরণী– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন(বিএনপি অফিস)– ফকিরাপুল– মতিঝিল (শাপলা চত্বর)– ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।

এই পদযাত্রাকে ঘিরে মহানগরীরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী সমবেত হয় বিভিন্ন স্পটে। ফলে পদযাত্রার বহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

নেতা-কর্মীদের হাতে রয়েছে দলীয় ও জাতীয় পতাকা এবং সরকার পদত্যাগের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড। লাল-সবুজ-হলুদ,-বেগুনি প্রভৃতি রঙের ক্যাপ পড়ে কর্মীরা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ঢাকাবাসীকে আন্দোলনের দাবিগুলো জানান দিচ্ছে।

উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘ ঢাকার এই মার্চের মধ্য দিয়ে এই জনগন এই বার্তা দিচ্ছে যে, সরকারকে অবশ্যই পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

তিনি জানান, ঢাকা মহানগর ছাড়াও সারাদেশের সবগুলো মহানগর ও জেলা সদরে এই পদযাত্রার কর্মসূচি হচ্ছে।

গত ১৩ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনের সমাবেশ থেকে সরকার হটানোর ‘এক দফা’ আন্দোলনের যে ঘোষণা দেন তার প্রথম কর্মসূচি মঙ্গলবারের এই পদযাত্রা। বিএনপির পাশপাশি সমমনা জোটগুলো গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম-পিপলস পার্টি, এলডিপি, গণঅধিকার পরিষদের দুই অংশ, সাধারণ ছাত্র সংরক্ষন পরিষদ যুগপতভাবে একই কর্মসূচি পালন করছে আজ।

একদফায়র ঘোষণায় রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্ত, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধিনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগনের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা।

বিএনপির এই পথযাত্রাকে ঘিরে ১৪ কিলো মিটার সড়ক পথের বিভিন্ন পথে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে।

‘ঢাকায় উপনির্বাচনের তামাশা’

পদযাত্রার সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘‘ গতকাল ঢাকায় নির্বাচন কমিশন একটা উপনির্বাচনের তামাশা করেছে। সেই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলো অত্যন্ত হেভিওয়েট প্রার্খী। সে আবার আওয়ামী লীগের থিংক ট্যাঙ্কের প্রধান… দেশের সব মানুষ তাকে চিনে প্রফেসর ড. আরাফাত। প্রতিদ্বন্দ্বি কে? হিরো আলম।”

‘‘ ওই নির্বাচনেও ভোটাদেরকে নিতেই পারে নাই। ভোটকেন্দ্র শূণ্য, ভোটকেন্দ্র খালি। ইলেকশন কমিশন যেটা একেবারে পঙ্গু, অর্থব, বংশবদ, দাসানুদাস তাদের অধীনে মাত্র ১১% ভোট পড়েছে। আমরা তো দেখলাম কোথাও ভোটার নাই। পাঁচ ঘন্টা পর একটা ভোটার আসছে ওকে সনি্রেয় লাফালাফি কাড়াকাড়ি। আবার ভোটের রেজাল্টের পর আরাফাত সাহেব আবার আঙ্গুল দেখায়- ভিক্টরি। লজ্জা লজ্জা সেইম, সেইম…। হিরো আলম রাজনৈতিক ব্যক্তিত্ব্ নয়, তার সঙ্গে করতে গিয়ে তাকে ভোট কেন্দ্র থেকে বের করে পিটিয়ে পিটিয়ে সাপ যেভাবে মারে সেভাবে গতকাল তাকে মারা হয়েছে।”

পুলিশের ভুমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘‘ আবার পুলিশ বলে কি আমরা তো আমাদের কাজ করেছি। ঠিকই করেছেন। যে একমাত্র প্রতিদ্বন্দ্বী তাকে যখন মেরেছে তখন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। আর ইলেকশন কমিশন বলছে যে, না ওই ১১% ভোটের মধ্যে নাকি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এসব তামাশা করে কোনো লাভ নাই। এসমস্ত তামাশা করে জনগনের সাথে প্রতারণা করে কেনো লাভ হবে নাই।

‘‘ ২০১৪ সালে করেছো.. ১৫৪জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে জোর করে অবৈধভাবে ক্ষমতায় বসেছো, ২১০৮ তে নির্বাচনের আগের রাতে ভোট করে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে আবার ক্ষমতায় বসেছো। এই ১০/১৫ বছরে বাংলাদেশের মানুষের পকেট খালি করে দিয়েছো।ট্যাক্স দিতে দিতে, সারা চার্জ দিতে দিতে মানুষের এখন বেহাল অবস্থা। বিদুতের বিল দিতে দিতে …. চাল-ডাল-তেল-লবনরে দাম বাড়তেই আছে…..।

‘অসত ব্যবসায়ীদের সরকার এটা’

মির্জা ফখরুল বলেন, ‘‘ অসত ব্যবসায়ীদের সরকার একটা। জনগনের টাকা লুট করে নিচ্ছে, যারা এলএমজির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, লুটপাট করে টাকা বিদেশে নিয়ে যায়, সিঙ্গাপুর, কানাড়ায় বাড়ি বানায়… তাদের জন্য এই সরকার। শেখ হাসিনা(প্রধানমন্ত্রী) তাদের সঙ্গে পাঁচ ঘন্টা আলাপ করে।”

‘‘ লজ্জায় হয়, দুঃখ হয়, ঘৃণা জানাই, ঘৃণা জানাই এই সরকারকে, ঘৃণা জানাই এই অবৈধ প্রধানমন্ত্রী যে আপনি আজকে গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়েছে, নির্বাচনী ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন।”

‘ডেঙ্গুর পরিস্থিতি।। মেয়র-মন্ত্রীরা বিদেশে’

মির্জা ফখরুল বলেন, ‘‘ ডেঙ্গুর কথা নাই বা বললাম। ডেঙ্গু হচ্ছে এখানে । আর আমাদের দক্ষিনের মেয়র অবকাশ যাপন করতে চলে গেছেন ইউরোপে। স্বাস্থ্য মন্ত্রী গেছেন আমেরিকায় । বাহ বাহ। কি রকম দায়বদ্ধতা।”

‘‘ আর কোনো দিন নয়। এখন আমাদের রাস্তায় নামতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে এই অবৈধ সরকারকে পরাজিত করতে হবে।’’

Please follow and like us:
error20
fb-share-icon
fb-share-icon20

এক্সক্লুসিভ প্রধান খবর রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    খালেদা জিয়ার লন্ডনযাত্রা: নেতাকর্মীদের ব্যাপক শোডাউন

    ফরিদগঞ্জে ট্রাক্টরে ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়ক ও কৃষি জমি

    লন্ডন যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী থাকছেন যারা

    গরীবের অধিকার রাষ্ট্রীয়ভাবে সুরক্ষিত না হওয়ায় সরকার পদে পদে হোঁচট খাচ্ছে: এ্যাড. শিমুল বিশ্বাস

    গুলশান থেকে বিমানবন্দর :বেগম খালেদা জিয়াকে বিদায় শুভেচ্ছা জানাতে বিশেষ নির্দেশনা বিএনপির

    উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া

    আরও ২১ সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাব তলব করেছে বিএফআইইউ

    ৭ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া:ফিরোজায় তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

    সংষ্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করলে এদেশের মানুষ কোন ভাবেই মেনে নিবে না :পল্লবীর কর্মী সভায় আমিনুল হক

    ঋণ জালিয়াতিতে আলোচিত আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

    নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

    বিরোধীদল দমন করার জন্য ছাত্রদল নয়-এড আহমেদ আযম খান

    ইন্তেকাল করলেন মিরপুরের সাবেক এমপি এস এ খালেক:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমান’র শোকবার্তা

    সারিনা আলম কনস্ট্রাকশন’র প্রকল্প হস্তান্তর ও কর্মকর্তাদের মাঝে বাৎসরিক প্রফিট বোনাস প্রদান

    সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার ঠিক করতে হবে:মাহমুদুর রহমান মান্না

    রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সন্দেহ সৃষ্টি হলে, বিভাজন সৃষ্টি হলে আমাদের এই অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে: জোনায়েদ সাকি

    ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেছেন

    বেগম খালেদা জিয়ার সঙ্গে আগামীকাল রোববার রাতে জাতীয় স্থায়ী কমিটি সদস্যরা সাক্ষাৎ করবেন

    আওয়ামী লীগে মনে করতো তাদের সমালোচনা মানেই সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে: বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

    পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সেজন্য আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত রয়েছে : অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম

    ঢাবির বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সভাপতি সজিবকে গ্রেফতার করেছে ডিবি- লালবাগ

    শিশুদের কাছ থেকে মুঠো ফোন দুরে রাখতে হবে …. মামুনুর রশিদ পাঠান

    আগামীকাল মিরপুর পল্লবী থানা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হবে ,প্রধান অতিথি থাকছেন আহ্বায়ক আমিনুল

    বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত আসামি তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান আটক

    কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেলকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

    ১১টি মামলার আসামি পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী সাইদুলকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

    বিপিএলে ঢাকা পর্বের শেষ ম্যাচে দিনের দ্বিতীয় খেলায় খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ রানে হেরেছে ঢাকা

    নতুন প্রজন্ম, যারা আমাদের সবচেয়ে বড় আশার উৎস:দিনাজপুরে মির্জা ফখরুল

    আজিমপুর কবরস্থানে চাঁদাবাজী ও দখলদারিত্বের অভিযোগে ২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিন-কে বহিস্কার

    গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় স্বৈরাচারী হাসিনার দোসর সাবেক মেয়র জাহাঙ্গীর’র পিএস জুয়েল মোল্লার নাম!

    • Dhaka, Bangladesh
      বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
      SalatTime
      Fajr5:22 AM
      Sunrise6:42 AM
      Zuhr12:05 PM
      Asr3:07 PM
      Magrib5:28 PM
      Isha6:48 PM
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।