আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৬
বিডি দিনকাল ডেস্ক :- ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে মুজিব বর্ষ এর পরিবর্তে (মুবিজবর্ষ) লেখা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে এই সম্মাননা স্মারককের একটি প্লেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন। এ-ই নিয়ে নেটিজেনদের বিভিন্ন প্রকার পোস্ট ও কমেন্ট করতে দেখা গেছে।
এব্যাপারে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রল্লব কুমার হাজরার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার ফোন করেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে সচেতন মহল এ-ই করম একটি বিশেষ অনুষ্ঠানের প্রোগ্রামে উপজেলা প্রশাসনকে আরো সর্তকতা অবলম্বন করে সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর শপথ অনুষ্ঠানের মঞ্চের ডায়াসে লেখায় ভুল চিহ্নিত হয়েছে। সেখানে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয়েছে ‘সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ’। অর্থাৎ ‘মুজিববর্ষ’ বানান থেকে একটি ‘ব’ বাদ থেকে গেছে। এতে শব্দটি অসম্পূর্ণ হয়ে পড়েছে। যদিও শপথপত্রে ‘মুজিববর্ষ’ বানান সঠিকভাবে লেখা হয়েছে। এই ভুল বানান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |