আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪১
বিডি দিনকাল ডেস্ক : – এক মাস এর উপরে কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা জামান।
আজ ২৪ মার্চ রবিবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকল আইনি বাধা অতিক্রম করে মুক্তি পান ঢাকা মহানগর উত্তর বিএনপির এই নেতা।
এ সময় কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন তার পরিবারের সদস্য এবং মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা ।
মুক্তি পাওয়ার পর মোস্তফা জামান সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন , কারাগারে এখনো আমাদের বহু নেতাকর্মী আটক রয়েছেন । নিদারুন কষ্টের মধ্যে রয়েছে এই সরকারের দেয়া মিথ্যা ,বানোয়াট মামলায় ।নেতাকর্মীদের জেলে আটক করে সরকার ক্ষমতায় থাকতে চায় । সরকার যে প্রহসনের নির্বাচন করেছে তা সারা বিশ্ব দেখেছে। বিশ্বের প্রভাবশালী দেশ গুলোর কাছে এখনো এই সরকার যেমন স্বীকৃতি পে নাই তেমনি এ দেশের জনগণের কাছেও পায় নাই । আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা সামিল থাকবো । ভারত সরকারের আশীর্বাদ পুষ্ট অবৈধ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।
এদিকে জামানের মুক্তিতে সর্বস্তরের নেতা কর্মীদের মাঝে স্বস্তি মিলেছে ।
উল্লেখ্য গত ৪/৩/১৩ সালের ভাঙচুর ও নাশকতা একটি পুরোনো মামলায় গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং বিকেলে উত্তরার নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ মোস্তফা জামানকে গ্রেফতার করে নিয়ে যায় । গ্রেফতারের আগে তিনি উত্তরার বিভিন্ন এলাকায় দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে সাথে নিয়ে মিছিল সমাবেশ করেন ।
অন্যদিকে আজ রাত ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজনসেল থেকে জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |