আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৫২
ডেস্কঃ- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার দুপুর থেকে এ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (যাত্রী পরিবহন) অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মালিকরা লঞ্চ চালাতে পারছেন না। এজন্য তারা দুপুর থেকে লঞ্চ বন্ধ রেখেছেন। তবে কোনো ধর্মঘট ডাকা হয়নি।
দুপুরে লঞ্চ মালিকদের সংগঠনের জরুরী বৈঠকে লঞ্চ বন্ধের সির্ধান্ত নেন মালিকরা। এরই মধ্যে টার্মিনাল থেকে লঞ্চগুলো অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা।
এরআগে জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবিতে শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে লঞ্চ মালিক সমিতি। সেখানে তারা উল্লেখ করেন, বিআইডব্লিউটিএ আমাদের প্রস্তাবে রাজি না হলে শনিবার থেকে কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে শনিবার দুপুরের মধ্যে বিআইডব্লিউটি’র সঙ্গে লঞ্চ মালিকদের কোন সমঝোতা না হওয়ায় তারা লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন।
এদিকে সড়ক পরিবহন সমিতিগুলো গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করার একদিন পর লঞ্চ মালিকরাও এমনই সিদ্ধান্ত নিয়েছে।বিপাকে পরেছেন লঞ্চ যাত্রীরা l
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |