আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৫৮
বিডি দিনকাল ডেস্ক :- দুটি ক্যাচ ছেড়ে বেচারা এমনতিই মানসিকভাবে ভেঙে পড়েছেন। এর উপর চাপল আইসিসির শাস্তি। লিটন দাসের মনের অবস্থা আসলে এখন বড় কাহিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। হেরে যাওয়া এই ম্যাচে দুটি ক্যাচ মাটিতে ফেলেছেন লিটন। এ নিয়ে সমালোচনায় জর্জরিত বাংলাদেশের এই ব্যাটসম্যান। ম্যাচের পরের দিন আইসিসির শাস্তির খবর জানতে পারলেন তিনি।
আউট হওয়ার পর লঙ্কান পেসার লাহিরু কুমারার সাথে বাক-বিতণ্ডায় জড়ান লিটন। যেটাকে নিয়ম পরিপন্থী হিসেবে বিবেচনা করেছে আইসিসিসি। এ কারণে লিটনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। একই অপরাধে কুমারাকে একটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
সোমবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। বিবৃতিতে বলা হয়েছে, কোড অব কন্ডাক্টের লেভেল-১ নিয়ম ভঙের দায়ে তাদের এই শাস্তি দেয়া হয়েছে। আইসিসির ২.৫ ধারা ভঙের দায়ে কুমারাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে ভাষা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ তোলা হয়।
লিটনের বিপক্ষে আইসিসির ২.২০ ধারা ভঙের অভিযোগ আনা হয়, যা খেলার চেতনার পরিপন্থী। বাংলাদেশের ইনিংসের পঞ্চম ওভারে এই ঘটনা ঘটে। লিটনকে আউট করে তার দিকে এগিয়ে গিয়ে আক্রমণাত্মক শারীরিক ভাষা ব্যবহার করেন কুমারা
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |