আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৩
সিলেট : সিলেট এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৩ সদস্যদের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় তদন্ত দল এমসি কলেজে এসে পৌঁছান। এ সময় তারা প্রায় ১ ঘণ্টা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কলেজ গঠিত তদন্ত কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন।
এরপর, হোস্টেলে যান তদন্ত কমিটির সদস্যরা। হোস্টেলের নবনির্মিত ভবনসহ বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা।
তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী জানান, কমিটি তিনদিনের মধ্যে প্রাথমিক ও এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবেন।
তিনি আরও জানান, এ সময় কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলবেন কমিটির সদস্যরা। প্রয়োজনে ভুক্তভোগীর সাথে কথা বলবেন তারা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |