আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৪
বিডি দিনকাল ডেস্ক : আজ সারাদেশে ২০২২ সালের এসএসসি-সহ সমমানের শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষা একযোগে শুরু হয়েছে। উত্তরা বিভাগের মধ্যে মোট ১৮ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত পরীক্ষাকেন্দ্রসমূহে আগত পরীক্ষার্থীদের সহায়তার জন্য উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমের পরিকল্পনায় বিশেষ ব্যবস্থাবলী গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের সামনে সংশ্লিষ্ট থানা কর্তৃক পুলিশ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে, এ সহায়তা কেন্দ্রসমূহে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক সেবা নিতে এসেছেন। এখানে শিক্ষার্থীদের তাদের কাঙ্খিত আসনসমূহ দ্রুত খুঁজে দেওয়া, মাস্ক ও কলম সরবরাহ করা এবং খাবার পানি বিতরণসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে। বেশ কিছু শিক্ষার্থী ভুল কেন্দ্রে চলে আসলে তাদেরকে মোটর সাইকেল বা পুলিশ প্যাট্রোল কার সহযোগে দ্রুত নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। অনেকে তাড়াহুড়ার কারণে বাসায় অ্যাডমিট কার্ড ফেলে আসলে তাদেরকে মোটর সাইকেল সহকারে বাসায় নিয়ে গিয়ে পুনরায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়াও উত্তরা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ২৫ টি মোটরসাইকেল পার্টি রাখা হয়েছে। যানজট বা অন্যান্য কারণে যে সকল পরীক্ষার্থীর যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যাবে বলে আশংকা করেছে, তাদের সহায়তাকল্পে এ মোটরসাইকেলগুলো দিয়ে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। দক্ষিণখানের উদয়ন স্কুলের শিক্ষার্থী মিম ভুল করে উত্তরা হাইস্কুল কেন্দ্রে চলে আসে। পরে তাকে পুলিশ গাড়িযোগে সঠিক কেন্দ্র উত্তরা গার্লস স্কুলে পৌঁছে দেয়।
বেলায়েত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের আরেক পরীক্ষার্থী রাব্বি ইসলামের মা হাসপাতালে ভর্তি থাকায় সে প্রবেশ পত্র সংগ্রহ করতে পারেনি। সে হাসপাতাল থেকে সরাসরি উত্তরখান ইউনিয়ন হাইস্কুল কেন্দ্র চলে আসে। উক্ত পরীক্ষার্থীর প্রবেশ পত্র না থাকায় কেন্দ্র কর্তৃপক্ষও তার পরীক্ষা দেওয়ার কোন সহযোগিতা করতে পারছিল না। বিষয়টি উত্তরখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মজিদ, পিপিএম, এর দৃষ্টি গোচর হয়। তখন তিনি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও এসিল্যান্ডকে অবহিত করে ওই ছাত্রকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে স্কুল হতে প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে পৌঁছে দেন তিনি।
মিম ও বেলায়তের মত অনেক শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষা কেন্দ্র পৌঁছাতে পেরেছে মর্মে জানা গিয়েছে। এছাড়াও বিভাগের সকল পর্যায়ের অফিসারগণ সকাল থেকেই মাঠপর্যায়ে অবস্থান করে যানজট নিরসনকল্পে ট্রাফিক বিভাগের সাথে একযোগে কাজ করেছে।
বিভিন্ন অভিভাবকের সাথে কথা বলে পুলিশের এসকল উদ্যোগে তারা অত্যন্ত সন্তুষ্ট ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা উত্তরা বিভাগের সকল পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাকী পরীক্ষার দিনগুলোতেও এ ধরনের উদ্যোগ চলমান রাখতে অনুরোধ জানিয়েছেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |