- প্রচ্ছদ
-
- রাজশাহী
- এসএসসি -90′ গো গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় র্যালী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন
এসএসসি -90′ গো গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় র্যালী ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন
প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট:-এসএসসি -90′ গো গ্রিন ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় র্যালী, দুঃস্থ, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে ফ্রি খাবার বিতরন করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীতে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী বের হয়ে বেশ কিছু সড়ক প্রদক্ষিণ শেষে আবার বনশ্রীতে গিয়ে শেষ হয়। পরে গো গ্রিন ফাউন্ডেশনের সামনে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় গো গ্রিনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হযরত আলী রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল আলী বকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ আশফাক আলী সুমন, সদস্য আতিকুল কবির টিটো, জাকিরসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কয়েকশ’ দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে দুপুরের রান্না খাবার বিতরন করা হয়। উল্লেখ্য যে, ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক আব্দুল আলী বকুল বিভিন্ন জাতীয় দিবসে ব্যক্তিগত তহবিল থেকে দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন। তিনি জানান, তিনি যা করছেন তা তার দায়িত্ববোধ থেকেই করছেন এবং বন্ধুদের তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভবিষ্যতে তার এ সহযোগিতা অব্যাহত থাকবে এবং তিনি আরো বলেন, আর্থিক ভাবে সচ্ছল সব মানুষেরই অসহায় মানুষের পাশে দাঁড়িনো উচিৎ।
Please follow and like us:
20 20