আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৭
মোহাম্মদ শরীফুল ইসলাম:-টাঙ্গাইলের সখিপুরে সরকারি মুজিব কলেজে অনার্সের ফরম ফিলাপ ফি কমানোর দাবিতে আন্দোলন করে ভবনের সামনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বিগত ১১ দিন ধরে তালা ঝুলছে ওই কলেজে । গত ২৭ সেপ্টম্বর দুপুরে সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মূল ভবনের ফটকে এ তালা ঝুলিয়েছে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক অভিযোগ দাখিল করেছে বলে জানিয়েছে। এ মাসের ১১ তারিখ ফরম ফিলাপের শেষ দিন হলেও এখনো কেউ ফরম ফিলাপ করেনি বলে জানায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, অনার্স বিভাগে মাস্টার রোলে কোনো কর্মচারী নেই এবং কলেজের কোনো পরিবহনও নেই। তার পরও ফরম ফিলাপের ফি ৩ হাজার৬শ’ টাকার সঙ্গে কর্মচারী ফি ১ হাজার টাকা ও পরিবহন ফি ৩শ’ টাকা ধরা হয়েছে। আমরা পরিবহন ও কর্মচারী ফি দিতে ইচ্ছুক না। এ নিয়ে গত মঙ্গলবার কলেজে আন্দোলন হয়েছে এবং অনার্স ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া কলেজের অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছি। সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজিম উদ্দিন বলেন, ফরম ফিলাপের ফি কমানো নিয়ে গত মঙ্গলবার ভবনের মূল ফটকে ও অফিস কক্ষে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।কয়েকদিন ধরে ফরম ফিলাপের কাজের জন্য কলেজে যাচ্ছি কিন্তু অফিসে বসতে পারি না। অনার্সের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগে নিয়মিত ১৪৬ জন ও মানোন্নয়নের জন্য ২৭৫ জন, মোট ৪২১ জন শিক্ষার্থী ফরম ফিলাপ করার কথা। কিন্তু এখনো কোনো শিক্ষার্থী ফরম ফিলাপ করেনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লোকমান হোসেন বলেন, ফরম ফিলাপের বিষয় নিয়ে শিক্ষার্থীরা তালা ঝুলানোর পর এ নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে আমার কথা হয়েছে । কিন্তু ফি কমানো বা ফি বাদ দেয়ার কোনো সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |