আজ রবিবার | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৭শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৭
হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস”এর আত্মপ্রকাশ হয়েছে ৭১ সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।ড.বসুমিত্র বড়ুয়াকে আহবায়ক ও সুহাস বড়ুয়াকে সদস্য সচিব” করে গত ১৭ই জুলাই শনিবার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী বৌদ্ধদের অংশ গ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়্যাল সভায় আমেরিকার এরিজোনা থেকে ডক্টর বসুমিত্র বড়ুয়াকে আহবায়ক এবং ম্যাচাচুসেট্স এর বোষ্টন থেকে সুহাস বড়ুয়াকে সদস্য সচিব করে “ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস- (WFBB)” নামক আড়াই হাজার বছর প্রাচীন বাংলাদেশের বৌদ্ধ জাতিসত্বার একটি আন্তর্জাতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে এবং ৭১ সদস্য বিশিষ্ঠ একটি আন্তর্জাতিক আহবায়ক কমিটি গঠন করা হয়। খবর বাপসনিউজ।বাংলাদেশী বৌদ্ধের হাজার বছরের ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি রক্ষা করা, সামাজিক বন্ধনকে জোরদার ও ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে বিশ্বব্যাপী বাংলাদেশী বৌদ্ধদের জন্য এই সংগঠন একটি আন্তর্জাতিক উদ্যোগ।যুগ্ন আহ্ববায়করা হলেনঃ পবন বড়ুয়া (ইংল্যান্ড), ,পলাশ বড়ুয়া (সুইজারল্যান্ড), আশিস বড়ুয়া (কানাডা),উদয়ন বড়ুয়া (ফ্রান্স) ইন্জিনিয়ার আশীষ বড়ুয়া (ইউ,এ,ই), মানেন্দ্র বড়ুয়া (ইতালি)হেমেন্দু বিকাশ চৌধুরী (বিশেষ প্রতিনিধি ভারত)যুগ্ন সদস্য সচিব যথাক্রমেঃ
রণবীর বড়ুয়া (নিউইয়র্ক),তাপস বড়ুয়া রিপন (প্যারিস) দিব্যেন্দু বড়ুয়া (অস্ট্রেলিয়া),
সসীম গৌরি চরণ (জেনেভা), দিলীপ কুমার বড়ুয়া (আয়ারল্যান্ড)ডালিম কুমার বড়ুয়া (বাংলাদেশ)রিপন বড়ুয়া (লন্ডন.) অর্থ বিষয়ক সদস্যঃঅরুন জ্যোতি বড়ুয়া (সুইজারল্যান্ড),উত্তম কে, বড়ুয়া (ফ্রান্স),সুমেধ তাপস বড়ুয়া (ইতালি) সঞ্জীব বড়ুয়া (দুবাই),বিশু বড়ুয়া (ফ্রান্স)
নির্বাহী সদস্যঃ রবি বড়ুয়া (দুবাই),সজল বড়ুয়া (প্যারিস) সুজন বড়ুয়া (জাপান),
প্রতীক বড়ুয়া (টোকিও), রাহুল বিশ্ব (টোকিও), কানন বড়ুয়া(টোকিও)সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া)আশীষ চৌধুরী দিপক (প্যারিস), কল্যান মিএ বডুয়া (প্যারিস),রিজু বডুয়া (প্যারিস), মিটু কুমার বডুয়া (প্যারিস),সুভাশিষ বডুয়া (প্যারিস),দীপেন বডুয়া (প্যারিস),শুভ মুৎসুদ্দী, (প্যারিস ),দিপু কান্তি বডুয়া (প্যারিস )সুনন্দন বডুয়া (প্যারিস)বিপ্লব বডুয়া (স্পেইন), অজিত বডুয়া (স্পেইন),অশোক বডুয়া (স্পেইন), অপু বডুয়া (স্পেইন),রূপেস বডুয়া (আয়ারল্যান্ড)বিটু বডুয়া (জার্মানী),লাভলু বড়ুয়া (নরওয়ে) অনুত্তর বড়ুয়া(ক্যালিফোর্নিয়া),শুভাশীষ বড়ুয়া (নিউইয়র্ক,) শেকু বড়ুয়া (ক্যালিফোর্নিয়া)রানা বড়ুয়া (ক্যালিফোর্নিয়া)অশীতি বড়ুয়া (লস এঞ্জেলেস)সুরঞ্জিত সিংহ( লস এঞ্জেলেস),শিমুল বড়ুয়া (বোষ্টন), শিশির বড়ুয়া (নিউইয়র্ক),শিপনবড়ুয়া( ভার্জিনিয়া),পলাশ বড়ুয়া (নিউ জার্জি), সংঘ বড়ুয়া (ফ্লোরিডা),সৈকত বড়ুয়া (অস্ট্রেলিয়া),ডালিম বড়ুয়া (ভেনিস),বাপ্পু বড়ুয়া (ভেনিস) সুমন বড়ুয়া (ভারত)মৃদুল বড়ুয়া (থাইল্যান্ড), মংমং মারমা (মালয়েশিয়া),সসীম বড়ুয়া (মালয়েশিয়া) রানা বড়ুয়া জিসাঙ (সাউথ কোরিয়া), শেখর বডুয়া (পিলিপাইন),অপূর্ব বড়ুয়া (হংকং), সন্জয বডুয়া (ওমান),খোকন বডুয়া (ওমান), অরুন জ্যোতি বড়ুয়া (দুবাই),বিকাশ বড়ুয়া ছোটন (দুবাই),আবু বড়ুয়া (দুবাই),সুখু বড়ুয়া (দুবাই) ।
Dhaka, Bangladesh রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:42 PM |