আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৮
কুয়েত প্রতিনিধি :- বিদশে যদি কেউ কাওরে আগাই দে দোস্ত কসনা কি আনতো ওইব।আবার বিদেশ থেকে আমারে অনেকেই ফোন দেয় হুজুর কি লাগবো যা চান তাই দিমু আমনে কন কোন আতর টা বেশি পছন্দ, আমনে কন কোন তজবি আনতাম কোন কালার আমার মনে মনে কই তোরার কি অন্য কিছু নাই।তোরা বিদশে থেকে আইলে একটা জায়নামায, একটা তজবি, একটা আতর আইনা মনে করছে না জানি এডি কিতা লইআইছে বেড়া আমরা প্রতিদিন অর্ডার করলেই তো আইবো মহব্বত কি? তাইলে এডির ওপরই সম্প্রতি একটি ওয়াজে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এসব কথা বলেন। এরপর ওয়াজ টা আমার কাছে রাখতেছি না ওয়াজ টা রাখতেছি ঘরের বিত্তই বাপ মা রে জায়নামাজ দিয়া বুঝা আলায়।তোর বউয়ের লাগি যে বান্ডিল দিয়া তিন প্যাচ দিয়া কম্বললের বিতরে সম্বল স্বর্ণ নিয়া আইছত এডি কই? জায়নামাজ দিয়ে বুঝায় আলাও মারে কইতে পারি না মা তোমার জন্য স্বর্ণ আনছি বাটপারি কর। ওয়াজের মাঠে বানোয়াট এসব উৎবট মিথ্যা কিচছা কাহিনী আর গান গেয়ে কিছু মানুষের কাছে জনপ্রিয়তা পেলেও তার এই ধরণের ওয়াজ বাস্তবে ইসলাম ও ধর্মের জন্য কোন কাজে আসে না মনে করেন প্রবাসীরা ।ওয়াজের মাঠে মিথ্যা,ভুয়া বানোয়াট কথা বার্তার কারণে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়।
কুয়েত প্রবাসী রহমত উল্লাহ বলেন, আমরা প্রবাসী মা বাবা পরিবার প্রিয়জনের মায়া ত্যাগ করে শুধুমাত্র তাদের সুখের কথা চিন্তা করে সকাল সন্ধ্যায় হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পেলে যেই অর্থ পাই সেই অর্থ নিজের খরচের জন্য কিছু রেখে সব টাকা দেশে পাঠিয়ে দিই। আমরা যে প্রবাসে কত কষ্ট করি সে কি কখনো দেখেছে না জানে। ওয়াজের নামে তার এই ধরনের মিথ্যা কিচ্ছা কাহিনী ধর্ম,ইসলাম,সামাজিক,পারিবারিক ভাবে শান্তি বয়ে আনতে পারে না বরং বিভেদ আর অশান্তি সৃষ্টি করে বেশি আমি প্রবাসীদের নিয়ে তার এই মিথ্যা বিরুপ মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
অপর এক প্রবাসী কামাল উদ্দিন বলেন, আমরা প্রবাসীরা কাজের সময়ে অবসরে মোবাইলে ওয়াজ চালু করে শুনি আমল করার সেটা আমল করার চেষ্টা করি। ইন্টারনেট সহজ লোভ্য প্রযুক্তি কারণে ইউটিউব ,ফেসবুকে চার্চ দিয়ে কুরআন হাদিস ও বিভিন্ন আলেমগনের ইসলামিক ওয়াজ মাহফিল শুনি। ইউটিউব,ফেসবুকে গিয়াস উদ্দিন তাহেরী লিখে চার্চ দিলে তার উল্টা পাল্টা নাচানাচি,গান,মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী গুলো আসে। তার এই সব কান্ড দেখলে যারা বিধর্মী বা ইাসলাম ধর্ম সম্পর্কে ধরণা কম তারা মনে করবে ইসলাম ধর্ম বুঝি এমনি। বাস্তবের পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |