আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩০
ঢাকা : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল। ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এ সিরিজ।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।
তিনি বলেন, শ্রীলঙ্কা দল আগামী মে মাসে তিনটি ওয়ানডে খেলতে আসবে। এটা বিশ্বকাপ সুপার লিগের অংশ।
গত বছর জুলাইয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। সেই সফর পরে নির্ধারিত হয় অক্টোবরে। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের জন্য কোয়ারেন্টিন প্রোটোকল কড়াকড়ি করায় তখন বাতিল হয়ে যায় সফর। বলা হয় ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজ হবে।
এ বিষয়ে আকরাম খান জানান, এর আগে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট স্থগিত করা হয়েছিল। তবে ওয়ানডে সিরিজের পরই সে ব্যাপারে আলোচনা করা হবে। আমরা আগে অথবা পরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আশা করছি। তবে দিন-তারিখ এখনও নিশ্চিত হয়নি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |