আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪২
টেকনাফ : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার ইয়াবাসহ মো. শরীফ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৭।
আজ শুক্রবার বিকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেন। সে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের (মধ্য হ্নীলা) ৫নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মো. মকবুল আহমদের ছেলে।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে অটোরিকশায় (সিএনজি) করে মাদকের একটি বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তা কিছুদূর গিয়ে থামে।
পরে ওই অটোরিকশা থেকে বস্তাসহ দৌড়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সাথে থাকা একটি বস্তা তল্লাশি করে ৪৯ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটক মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |