আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২১
এম, এ কাশেম : সৈকত নগরী কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা সহ দু’জন মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। আটককৃতরা হচ্ছে পৌরসভার ৭নং ওয়ার্ড জালিয়া পাড়ার মৃত মোকতার আহমদের পুত্র শাহ আলম (৪০) এবং মৃত আবদুল হাসিমের পুত্র জাকির হোসেন (৫২)।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল ৪টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ইয়াবা পাচারের সিন্ডিকেটের কয়েকজন সদস্য টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া লামার বাজারস্থ শাওন টাওয়ার সংলগ্ন রাস্তায় ইয়াবা পাচার করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে মাদকড়্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ’র বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তাফার নের্তৃত্বে গোয়েন্দা টিম শাওন টাওয়ারে অবস্থান নেয়।
এক পর্যায়ে শাহ আলম এবং জাকির হোসেনকে ২০ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬০ লক্ষ টাকা বলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আটককৃত আসামি দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয় বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তাফা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |