আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০
>> আজ পঁচিশে বৈশাখ-
>> তুমি এসেছিলে সুরের সাধনায়
>> সৃষ্টির বার্তা নিয়ে, আলোকবর্তিকা হয়ে,
>> কবিদের কবি তুমি
>> জন্মদিনের শুভেচ্ছা তোমায়,
>> যুগ যুগ বেঁচে থাকো
>> প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে,
>> বাঙালির জাতিসত্তা আর
>> জীবনচেতনার আধার ও আধেয় হয়ে।
>>
>> “আজি হতে শতবর্ষ পরে” শুধু নয়-
>> শত সহস্র বছরের
>> সীমানা ছাড়িয়ে
>> মিশে থাকবে তুমি
>> একাত্ম হয়ে অভিন্ন সত্তায়
>> বাঙালির হৃদয়-মাঝে,
>> রেখেছি তোমায় সযতনে
>> প্রাণে প্রাণে
>> বেঁধেছি তোমায় সুরের বাঁধনে
>> অন্তরে অন্তরে।
>>
>> এমন সুর আর সংগীত
>> দিয়েছ তুমি বেঁধে,
>> যুগ যুগ ধরে
>> রক্তের সম্পর্কে একাত্ম হয়ে
>> তা রবে নীরবে, নিভৃতে
>> বাঙালির মনোজগতে,
>> বিশ্বকবি তুমি
>> বিশ্ববাসীর হৃদয়কে করেছ জয়,
>> মনোসমীক্ষক তুমি
>> ব্যক্তিমনের অনুভূতির দুয়ার
>> দিয়েছ তুমি খুলে।
>>
>> বন্দনা সংগীতের এমন স্বাক্ষর
>> রেখেছ তুমি
>> মনের গভীরে খোদাই করে,
>> অশান্ত চিত্ত শান্ত হয়ে
>> অশুদ্ধ মন শুদ্ধস্নানে পূন্য হয়ে
>> হাজার বছর ধরে
>> মনোসংযোগের-অনুধ্যানের
>> শক্তির উৎস হয়ে
>> তা রয়ে যাবে
>> বাঙালি সত্তার চেতনার গভীরে।
>>
>> সৌন্দর্য আর নান্দনিকতার
>> প্রতীক তুমি-
>> সত্য, শুভ আর মঙ্গলের প্রতিভূ,
>> অসমন্বিত দ্বন্দ্বের
>> সমন্বয় তোমার জীবনসূত্র,
>> চেতন-অবচেতনের
>> টানাপোড়েনের বুনোটে
>> নির্মিত তোমার সৃজনীসত্তা,
>> মৃত্যুকে তুমি করেছ জয়-
>> কালের সীমানা পেরিয়ে
>> থেকে যাবে তুমি
>> অক্ষয় অমর হয়ে।
Dhaka, Bangladesh শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:03 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:25 PM |
Isha | 6:45 PM |