যাবার বেলায় বলেছিলে-
আমিতো শুধু তোমারই;
বলেছিলে, ফিরে আসবে
হেমন্তের সোনালী দিনে।
ফিরে আসবে হেমন্ত দিনের
পাকা ফসলের বুকে,
ফিরে আসবে ঘাসের মাঝে
জেগে ওঠা শিশিরের ঘ্রাণে।
সেই থেকে আমি
প্রতিটি হেমন্তের আগমনে
ফসলের বীজকোষে
কৃষক হয়ে যাই।
অপেক্ষার প্রহরে
পাতার ফাঁকে রাতের
শিশির জলের প্রত্যাশা নিয়ে
বসে থাকি তোমার প্রেমকে
বাঁচিয়ে রাখবো বলে।
কিন্তু হায়
তোমার ফিরে আসার
কোনও আগমনী সুর
আজো পাইনি শুনতে!
তোমার রেখে যাওয়া
স্মৃতির শাখা প্রশাখার
পাতায় পাতায় কেবলই
শোনা যায় বিরহের সুর!
কতো হেমন্ত যায় আসে
হেমন্ত তার সুখস্পর্শ ভেঙে
চলে যায় পৌষের
কুয়াশার কাছে।
তবু আসোনা তুমি!
এখনো তোমার হেমন্ত
পথের হয়নি কী অবসান!
হয়তো তুমি
ভুলেই গেছো আমায়
নতুন কোনও সঙ্গী পেয়ে!
তবু নির্ঘুম দুৃ’টি চোখ
জেগে থাকো তোমায়
আশায়।
অবুঝ মনটা তবু
আজও থাকে অপেক্ষায়
তোমার অাগমনে।
– রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ