আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪২
মৌলভীবাজার:- কমলগঞ্জের কাঠালকান্দি সীমান্ত থেকে বুধবার দুপুরে ৮ কাঠুরিয়াকে ভারতীয় বিএসএফ সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। এর আগে কাঠালকান্দি পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে মঙ্গলবার বিকালে ভারতীয় বিএসএফ এর হাতে কাঠালকান্দি এলাকার আলিক, আহাদ,আবদাল ও নজির সহ ৫ জন নির্যাতিত হওয়ার অভিযোগ উঠেছে। আহত এ ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে বুধবার দুপুরে কাঠালকান্দি সীমান্ত এলাকা থেকে ওয়াসিম, আবরোজ, মোস্তাকিন, সাজু, আরিফ, সফিক, ময়নুল সহ ৮ জনকে বিএসএফ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তাদের বাড়ি পূর্ব কাঠালকান্দি গ্রামে বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীমঙ্গলস্থ বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার সাংবাদিকদের বলেন, গতকাল যাদের ধরে নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত অব্যাহত আছে। আজকে যে ৮ জনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তারা ফিরে এসেছে বলে জেনেছি।
এ বিষয়ে অধিকতর তদন্ত অব্যাহত আছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |