আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৫
কমলগঞ্জ:-কমলগঞ্জে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এক ফার্মেসির মালিককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে কমলগঞ্জের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে। নিউ মেডিসিন কর্নারের মালিক স্বপন কুমার সিংহ ইয়াবা বিক্রি করেন এমন অভিযোগ শনিবার ৯টার দিকে তার ফার্মেসিতে তল্লাশিতে যান কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ চৌধুরী, সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন।
এ সময় নিরীহ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ তুলে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা ওই তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর তথ্যগত ভুলের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় স্বীকার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই তিন পুলিশ সদস্য। রাতেই এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী নিরীহ ব্যবসায়ীকে হয়রানির ঘটনা তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারের নিউ মেডিসিন কর্নারে সাদা পোশাকে আসেন কমলগঞ্জ থানার এসআই হারুনুর রশীদ চৌধুরী, এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনস্টেবল আফসার উদ্দীন। পরে তারা ওই ফার্মেসিতে যান।
ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ জানান, শনিবার রাতে সাদা পোশাকে হঠাৎ পুলিশ এসে নাপা সিরাপ আছে কি না জানতে চায়। আমি নাপা সিরাপ আছে বললে তারা দিতে বলেন। এ সময় তারা বলেন, এখানে মাদক বিক্রি হয়। তখন আমি এর প্রতিবাদ করি। এক পর্যায়ে তারা বলেন, ফার্মেসিতে ইয়াবা বিক্রি হয় বলে তাদের কাছে খবর আছে। তাই তারা ফার্মেসিতে তল্লাশি চালাবেন।
তখন তিনি মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করলে পুলিশ সদস্যরা তার সঙ্গে উচ্চবাচ্য শুরু করেন। একপর্যায়ে নিজেদের সঙ্গে আনা কয়েক পিস ইয়াবা হাতে নিয়ে ফার্মেসিতে পাওয়া গেছে বলে দাবি করলে ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ এর তীব্র প্রতিবাদ করেন। কিন্তু পুলিশ সদস্যরা তার কোনো কথা শুনতে রাজি হননি। ফার্মেসিতে উচ্চবাক্যে বাকবিতণ্ডায় আশপাশের লোকজন ছুটে এসে ঘটনা শুনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার লোকজন পুলিশকে জানান, ফার্মেসির মালিক একজন ভালো মানুষ। এখানে কোনো মাদক বিক্রি হয় না।
এতে পুলিশের দুই এসআই ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশের সঙ্গে কথোপকথনে স্থানীয় জনতার মধ্য উত্তেজনা সৃষ্টি হয়। আরো লোকজন জড়ো হয়ে তারা এমন হয়রানিমূলক তল্লাশির প্রতিবাদ জানান এবং তিন পুলিশ সদস্যকে অবরোধ করে রাখেন। প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর ‘তথ্যগত ভুলে’ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় অবরুদ্ধ তিন পুলিশ সদস্যরা স্বীকার করলে ক্ষুব্ধ জনতা তাদের চলে যাওয়ার সুযোগ দেন। পরে ওই তিন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন পুলিশ সদস্য অবরুদ্ধের ঘটনার ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, ফার্মেসির ভেতরে এসআই হারুন ও এসআই সিরাজ এবং কনস্টেবল আফসার দাঁড়ানো। তাদের কয়েকজন ঘিরে রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অপর এক ভিডিওতে দেখা যায়, এসআই হারুনুর রশীদ উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে প্রতিশ্রুতি দিচ্ছে, ভুল তথ্যদাতাকে আইনের আওতায় আনা হবে।
ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ তাকে হয়রানি করার এ ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অভিযুক্ত পুলিশ সদস্য এসআই হারুনুর রশীদ চৌধুরী বলেন, শনিবার রাতে একটি মামলার তদন্ত সংশ্লিষ্ঠ কাজ শেষে থানায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর বিষয়টি দেখে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে মন্তব্য করেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সাংবাদিকদের বলেন, পুলিশের কাছে প্রাথমিকভাবে তথ্য ছিল ওই প্রতিষ্ঠানে মাদক রয়েছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |