আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০৬
নরসিংদী : নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ সফর আলী ভূঁইয়া আর নেই।
সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেন তিনি। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন প্রবীণ এ রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গত ৯ মার্চ শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এছাড়াও তিনি দীর্ঘদিন নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও উপজেলা চেয়ারম্যান সফর আলী ভুঁইয়ার মেয়ের জামাতা আলী হোসেন শিশির এ তথ্য নিশ্চিত করেছেন।
আলী হোসেন শিশির জানান, ৮ ফেব্রুয়ারি সদর উপজেলা চেয়ারম্যান সফর আলী ভূঁইয়া করোনার টিকা গ্রহণ করেন। গত বুধবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ আসলে তাকে করোনা আইসোলেটেড ইউনিটে স্থানান্তর করা হয়। গত ১৩ মার্চ তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |