আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৯
বিডি দিনকাল ডেস্ক :- বিশ্বস্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকা জাত কোভিড ভাইরাসের নতুন নামকরণ করল ওমিক্রন। এই ওমিক্রন ভারতে ঢুকে পড়েছে বলে বিশেষজ্ঞদের অনুমান। ইতিমধ্যেই ইউরোপের ১০টি দেশ এবং আমেরিকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ট্রাভেল ব্যান জারি করেছে। অর্থাৎ সে দেশে কোনও যাত্রী যেতে পারবে না, দক্ষিণ আফ্রিকা থেকে কোনও যাত্রী আসতে পারবে না।
এর আগে এই জাতীয় ট্রাভেল ব্যান জারি করতে দেশগুলি এক-দুমাস সময় নিয়েছিল। এবার তড়িঘড়ি ট্রাভেল ব্যান এর সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ভারতে সবরকমের আন্তর্জাতিক উড়ান শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর। তা নিয়েও সংশয় শুরু হয়েছে।
দক্ষিণ আফ্রিকার নতুন এই ভ্যারিয়েন্ট দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে বলে ওমিক্রনকে ‘ডেডলি’ বলেছে হু।এই ভ্যারিয়েনটি বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলছে । কি ভাবে এটি প্রতিরোধ করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |