আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
বিডি দিনকাল ডেস্ক :- ইতিমধ্যে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের প্রথম পর্ব। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় লেগ মাঠে গড়ানোর কথা থাকলেও লকডাউনের কারণে তা আর সম্ভব হয়নি। এদিকে দিন দিন করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, আর তাতেই অনিশ্চয়তা দানা বাঁধছে লীগ শুরু নিয়ে। এমন পরিস্থিতিতে করণীয় খুঁজতে ভার্চ্যুয়ালি সভা করেছে বাফুফের লীগ কমিটি। সেই সভায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ শুরুর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘ক্লাবগুলোর অবস্থান ও মতামত জানলাম। করোনা পরিস্থিতিতে লকডাউনের ব্যাপারে সরকার কী সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে আমরা লীগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’
চলমান লকডাউন শেষ হচ্ছে আগামীকাল।লকডাউনের মেয়াদ বাড়বে কি-না তা জানা যাবে দুই-একদিনের মধ্যে। এজন্য আগামী বুধবার পুনরায় লীগ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। এই প্রসঙ্গে লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, ‘সামনে এএফসি কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। এই দুটি প্রতিযোগিতার সঙ্গে সমন্বয় করে ক্লাবগুলোর কাছে খসড়া ফিকশ্চার পাঠানো হবে। ২১শে এপ্রিল লীগ শুরু করার ব্যাপারে জরুরি বৈঠক রয়েছে।’ ১৪-২০শে মে বসুন্ধরা কিংস মালদ্বীপে এএফসি কাপের মূল পর্বে খেলবে। এর আগে রয়েছে ঢাকা আবাহনীর প্লে-অফ। ঢাকা আবাহনী প্লে-অফ পর্ব টপকাতে পারলে তারাও খেলবে। এ কারণেই সভায় অধিকাংশ ক্লাব এএফসি কাপ চলার সময় লীগ চালু রাখার ব্যাপারে মত দিয়েছে। লকডাউন উঠে গেলে বাফুফের পরিকল্পনা ঈদের আগে কয়েক রাউন্ড খেলা পরিচালনা করা। খেলা শুরুর ব্যাপারে বাফুফে ক্রীড়া মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গেও আলোচনা করবে বাফুফে। এদিকে ক্লাবগুলোকে বিদেশি ফুটবলারদের পারিশ্রমিক দিতে হচ্ছে। করোনায় অধিকাংশ ক্লাবের আর্থিক টানাটানির মধ্যে রয়েছে। তাইতো দ্রুত ক্লাবগুলো তাদের অংশগ্রহণ ফি পরিশোধের অনুরোধ জানিয়েছে বাফুফেকে। চলমান লীগ অর্ধেক শেষ হলেও গত আসরেরই অংশগ্রহণ ফি পুরোপুরি পায়নি ক্লাবগুলো। পাঁচ রাউন্ড শেষে হওয়ার পরই করোনা বাতিল হয়ে যায় গত মৌসুম। এ বছর ইতিমধ্যে লীগের অর্ধেক শেষ হয়েছে। বসুন্ধরা কিংস প্রথম পর্ব শেষে ১৩ দলের মধ্যে ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |