আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪০
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি :শতাব্দির ভয়ঙ্কর ব্যাধি করোনাভাইরাসের প্রকোপ অনেক পরিবারের স্বপ্নকে ধূসর করে দিয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। অনেক প্রবাসীর ঘরে আঘাত হেনেছে এই করোনা। অনেকেই পরাজিত হয়েছেন, আবার অনেকেই লড়ছেন এখনও। করোনার প্রভাবটা জীবনের সর্বক্ষেত্রেই আঘাত হেনেছে। যারা আক্রান্ত হয়েছেন- তারাও অনেক শারীরিক সমস্যায় পড়েছেন। নানা প্রতিক্রিয়া শরীরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
এ দিকে করোনার চতুর্থ ঢেউ ঠেকাতে সিডিসি সবাইকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে গত সপ্তাহে।
অন্য দিকে জীবন কেড়ে নেয়ার পাশাপাশি করোনা সামাজিকতায় এনেছে অনেক পরিবর্তন। শিক্ষাব্যবস্থায় মারাত্মক অবনমন ঘটেছে। এর শেষ পরিণতি কী তাও কেউ বলতে পারছেন না। গত কয়েকদিনে কয়েক প্রবাসী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাদের মধ্যে কেউ করোনায় আবার কেউ হৃদরোগসহ নানা ব্যাধির শিকার।
আব্দুল মতিন শিকদার: নিউইয়র্ক প্রবাসী নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের সহ সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিকদার গত ২৮ মার্চ রাত ১টা ৩০ মিনিটে লং আইল্যান্ডে জুইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জের শহিদ নগর।
নারায়ণগঞ্জ জেলা সমিতি অব উত্তর আমেরিকা ইনকের পক্ষ থেকে সভাপতি মির্জা ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আলী হোসেন মরহুম আব্দুল মতিন শিকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বিবৃতে নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। এ ছাড়া দেশে ও বিদেশে যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য তারা মহান আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করছি।
অভিজিত চৌধুরী লিটন:আটলান্টিক সিটি থেকে সাংবাদিক সুব্রত চৌধুরী জানান, মরণব্যাধি করোনার কাছে হেরে গেলেন নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির প্রিয় মুখ অভিজিত চৌধুরী লিটন। স্থানীয় সময় গত ১ এপ্রিল সকালে পেন প্রেসবাইটেরিয়ান মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, পিতা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। অভিজিত চৌধুরী লিটনের পৈতৃক নিবাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সহসভাপতি, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী গীতা সংঘের সহসভাপতি পদে আসীন ছিলেন। তাঁর মৃত্যুতে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, সিটি কাউন্সিলের সভাপতি জর্জ টিবিট, কাউন্সিলর জেসি কার্টজ, কাউন্সিলর হোসাইন মোর্শেদ, কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান ও সাধারণ সম্পাদক কুতুবউদদীন এমরান,বিএনপি অব নিউ জার্সি স্টেট সাউথের আহ্বায়ক গিয়াসউদদীন পাঠান ও সদস্য সচিব মো. দিদার, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি ফারুক তালুকদার ও সাধারণ সম্পাদক কনক রাউথ, আমেরিকান বাংলাদেশ রিপাবলিকান ক্লাব নিউ জার্সির সহসভাপতি সুজন দাশ ও রওশন উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ শওকত শিমুল আটলান্টিক সিটি প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহীন, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জামান আহমেদ: গত ৩১ মার্চ জ্যামাইকার কুইন্স হাসপাতালে বরিশালের ঐতিহ্যবাহী পরিবার খান বাহাদুর হেমায়েত উদ্দিনের নাতি প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা জামান আহম্মেদ করোনায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না ল্লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১ এপ্রিল জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে লং আইল্যান্ড কবরস্থানে দাফন করা হয়। মরহুম জামান আহমেদ একজন পরোপকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল ব্যক্তি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। মরহুমের স্ত্রী, দুই মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ দিকে মরহুম জামান আহমেদের মৃত্যুতে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইনকের পক্ষে সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন নাসির প্রেরিত এক শোকবার্তায় সমিতির সকল উপদেষ্টা, কার্যকরী কমিটির সদস্যসহ অন্য সদস্যবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউইয়র্ক প্রবাসী মরহুম আলাল আহমদের স্ত্রী দেশে ইন্তেকাল:আশরাফ হাসান জানান, নিউইয়র্ক প্রবাসী, ছাতক সমিতি ও সুনামগঞ্জ সমিতির প্রাক্তন সদস্য, সজ্জন, সদালাপী, পরোপকারী আলাল আহমদ গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে নিয়মিত চেকআপ করাতে যাওয়ার পথে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার দেশের বাড়ি ছিল সিলেটের ছাতক উপজেলার নুরুল্লাপুর গ্রামে। পিতা ওয়াছিব উল্লাহ ছিলেন এলাকার বিশিষ্ট সালিশ বক্তিত্ব ও সমাজসেবী। অত্যন্ত পরিতাপের বিষয়, আলাল আহমদের মৃত্যুর মাস দেড়েক যেতে না যেতেই বাংলাদেশে অবস্থানরত তার স্ত্রী মনোয়ারা বেগম গত ১ এপ্রিল হঠাৎ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটে একটি ক্লিনিকে ভর্তি করা হয়। তিন দিনের মাথায় মনোয়ারা বেগমও চলে যান না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলাল আহমদ দম্পতি রেখে গেছেন তিন মেয়ে ও দুই ছেলে। যদিও দেশে ও প্রবাসে তাদের অগণিত আত্মীয়, শুভার্থীরা রয়েছেন তবুও সন্তানদের এ সীমাহীন বিয়োগব্যথা মুছে দেয়ার মতো সান্ত্বনা যেন কেউই দিতে পারছেন না। মৃত্যুর সময় মনোয়ারা বেগমের সাথে ছিলেন সদ্য কৈশোর পেরোনো এক মেয়ে ও এক ছেলে। তাদের অন্য দু’জন পুত্র-কন্যা নিউইয়র্কে বসবাস করছেন। মনোয়ারা বেগমের পিতা ছিলেন সিলেটের গোবিন্দনগর এলাকার স্বনামধন্য শিক্ষক বাশারাত চৌধুরী।
> উল্লেখ্য, আলাল আহমদের দ্বিতীয় কনিষ্ঠ ভাই ইকবাল আহমদ মাহবুব নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির স্বনামধন্য অভিভাবক, ছাতক সমিতির সাবেক সভাপতি, ইউএসএ বাংলাদেশি অর্গানাইজেশনের সভাপতি, ম্যানহাটান বাংলা স্কুলের চেয়ারম্যান, আসসাফা ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি।
> মরহুম আলাল আহমদ ছিলেন প্রবাস জীবনের নিদারুণ কষ্টতাড়িত সুদীর্ঘ অভিজ্ঞতার এক জীবন্ত অধ্যায়। প্রায় তিন যুগ ধরে প্রবাস জীবনযাপন করেও ইমিগ্রেশন জটিলতার কারণে পরিবারের সদস্যদের দেখতে একবারও দেশে যেতে পারেননি। তার স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রের জন্য আমেরিকায় আসার আবেদন করলেও তারা আসার আগেই আলাল আহমদ চলে যান না ফেরার দেশে। এ এক নির্মম অধ্যায়, নিভৃত বেদনা। আলাল আহমদের আরো পাঁচ ভাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সবার সাথে সহজেই ঘনিষ্ঠ হয়ে ওঠার অপার গুণ ছিল তার।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |