আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৯
ইফতেখারুজ্জামান, অভিবাসন কর্মী:- আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ, সারা পৃথিবী এবার কোরনার মাঝেই পালন করছে দিবসটি। এমনই সময় নানা হতাশা ও দুশ্চিন্তায় মানবেতর জীবনযাপন করছেন সৌদি থেকে তিন মাসের ছুটি নিয়ে দেশে আসেন ইকবাল হোসেন। ছুটি শেষে কাজে ফেরার কথা ছিলো তার। কিন্তু বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তার আগেই ফ্লাইট বন্ধ করে দেয় দেশটি। এরইমধ্যে ভিসার মেয়াদও শেষ হয়েছে। দুই-তিন মাস চলার জন্য যে পুঁজি সঙ্গে নিয়ে এসেছিলেন তাও শেষ। এখন তার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। ৭ জনের সংসার চলবে কিভাবে তা নিয়ে ভেবেই হতাশ তিনি। প্রবাস থেকে এসেছেন, তাই সরকারি সহযোগিতা বা ত্রাণও মিলছে না তার। আবার দিনমজুরের কাজও করতে পারছেন না। দু’এক জায়গায় কাজের সন্ধানে গেলেও তাকে নিতে চায়নি। এই অবস্থায় সৌদিতে ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান বলে মনে করেন ইকবাল হোসেন। তাই তাকিয়ে আছেন ফ্লাইট চালুর আশায়, ফ্লাইট শুরু হলেও তার ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ইকবাল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সৌদিতে পানি সাপ্লাইয়ের একটি কোম্পানিতে কাজ করতেন। গত ২৫শে ডিসেম্বর তিন মাসের ছুটিতে দেশে পরিবার-পরিজনের কাছে ছুটে আসেন তিনি। বিদেশ থেকে এসেছেন তাই বিভিন্ন জন, আত্মীয়-স্বজনকে আর্থিক সহযোগিতাও করেছেন। কিন্তু দেশে অবস্থানের মেয়াদ দীর্ঘ হওয়ায় এখন নিজেই ভুগছেন অর্থ সংকটে। পরিবার-পরিজন নিয়ে সংকটে পড়েছেন। ছুটি শেষে ইকবালের ফিরে যাওয়ার কথা ছিলো গত ২১শে মার্চ। কিন্তু ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আর ফেরা হয়নি দেশটিতে। ২৫শে মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়েছে। ইকবাল এর মতো একই সমস্যায় পড়েছেন তার গ্রামের অনেক প্রবাসী কর্মী। তারাও ছুটিতে দেশে এসে করোনার কারণে আর ফিরে যেতে পারছেনা। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনাতিপাত করছেন। ইকবাল ছুটিতে দেশে আসার সময় কিছু টাকা-পয়সা নিয়ে এসেছিলেন। তখনও করোনার প্রাদুর্ভার পড়েনি তেমন। তাই ধারদেনা দিয়েছেনও অনেককে। আবার দীর্ঘদিন পর দেশে ফেরায় আত্মীয়-স্বজনকেও সহযোগিতা করেছেন। কিন্তু এখন তার হাত শূণ্য। দৈনন্দিন প্রয়োজন বা সংসার খরচও নেই তার কাছে। এই অবস্থায় নিজেও ধারদেনা করে চলছেন। ইতিমধ্যে বেশ ঋণি হয়ে পড়েছেন ইকবাল। কিন্তু এভাবে কতদিন? তার সামনে এখন একটাই পথ। আবারও সৌদি গমণ। এই প্রবাসী বলেন, শিগগিরই যদি ফ্লাইট চালু হয়, তবে এই সমস্যা থাকবে না। অন্তত: সংসার খরচটা হয়ে যাবে। তার আশা, সেদেশের সরকার করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ভিসার বিষয়টি বিবেচনায় নেবে। সরকারি ত্রাণ বা সহযোগিতাও পান না তারা। কারণ, যাচাই-বাছাই করা হয় না। অনেক সময় মুখ চিনে সহযোগিতা দেয়া হয়। তাছাড়া দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সবাই মনে করে, আমাদের কোন অভাব নেই। বিদেশ থেকে আসছি হাতে প্রচুর টাকা-পয়সা। কিন্তু প্রকৃত অবস্থা কেউ বুঝতে চায় না। নিজেরা গিয়েও হাত পাততে পারি না। ইকবাল আরও বলেন, বছর বছর গরিব মানুষকে সাহায্য করি, বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করি, এখন আমি কিভাবে হাত পাতবো? আক্ষেপ করে বলেন, এমনকি কাজও দিতে চায় না তাকে। কাজের জন্য গেলে বলে, আমি তাদের সঙ্গে মশকরা করছি। প্রকৃত অবস্থা বোঝে না। ইকবাল বলেন, শুধু আমি নয়, হাজার প্রবাসী ছুটিতে এসে একই সংকটের মুখোমুখি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |