আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০৪
বিডি দিনকাল ডেস্ক :- করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েতকে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে ২০ শতাংশ সংক্রমণ ছড়িয়েছে তার। ফলে আজ বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টর’স গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘রাকায়েত ভাই করোনা আক্রান্ত হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম দিকে তার শারীরিক অবস্থা ভালো ছিল। কিন্তু এরই মধ্যে তার ফুসফুস ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখনো তার অক্সিজেন লাগছে না। সবার দোয়া করবেন।’
কামরুজ্জামান সাগর জানান, তিনি নিজেও করোনা আক্রান্ত। তবে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। এদিকে, গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায় গাজী রাকায়েত পরিচালিত দেশের প্রথম ইংরেজি সিনেমা ‘গোর’। নির্মাণের পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |