আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৭
ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ প্রাণ হারিয়েছেন দেশের একটি ওষুধ কোম্পানির সিনিয়র নির্বাহী মোহাম্মদ আইনুল হোসেন।
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) ভোর রাত দুইটার সময় তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৫৯ বৎসর।
বাংলাদেশের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সোমাটেক ফার্মা লিমিটেড-এর জ্যেষ্ঠ নির্বাহী আইনুল হোসেন অফিসে কর্মরত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক সহকর্মীর সংস্পর্শে এসেছিলেন।
আগে থেকেই ডায়াবেটিকে আক্রান্ত আইনুল করোনা শনাক্ত হওয়ার পর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। আইসিইউতে স্থানান্তরের পর সোমবার প্লাজমা চিকিৎসায় অবস্থার উন্নতি হলেও মঙ্গলবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই, বোন, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
আইনুল হোসেন ১৯৬১ সালের ১৩ সেপ্টেম্বর ভারতের বহরমপুরে জন্ম গ্রহণ করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক লাভের পর থেকেই তিনি ঔষধ বিপণন পেশায় নিয়োজিত হন।
এর আগে তিনি রেনাটা লিমিটেড, জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এডরুক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড ও জুলিগ ফার্মা বাংলাদেশ-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন।
বন্ধু বৎসল ও অমায়িক স্বভাবের আইনুল হোসেনের হঠাৎ মৃত্যুতে আত্মীয়স্বজন ও পরিচিতজন অত্যন্ত ব্যথিত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |