আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৬
ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক বর্ষীয়ান নেতা খান মাহবুব (৬৫) আর নেই।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে গত ২৪ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন খান মাহবুব। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তাঁর ভাতিজা রাহাত খান বলেন, আমার ছোট চাচার মরদেহ বিকেলের মধ্যে ফরিদপুরে আনা হবে। এরপর গার্ড অব অনার প্রদান শেষে বিকেলেই জানাজা শেষে তার মরদেহ আলীপুর কবরস্থানে দাফন করা হবে।
এদিকে খান মাহবুবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য বিপুল ঘোষ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |