আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৪
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি-:-করোনার মহামারির কারণে জয়পুরহাটে বন্ধ হয়ে আছে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে বন্ধ রয়েছে ডেকোরেটর ব্যবসা। এতে জেলার ৫ শতাধিক ডেকোরেটর মালিক-শ্রমিক পড়েছে চরম আর্থিক সঙ্কটে। কাজ বন্ধ থাকায় গত ৫ মাস থেকে অনাহারে অর্ধাহারে দিন কাটছে জেলার বিভিন্ন ডেকোরেটর মালিক-শ্রমিকদের।
করোনা প্রাদুর্ভাবের পর থেকে গত ৬ মাস ধরে জেলায় বন্ধ আছে সরকারি-বেসরকারি সকল প্রকার অনুষ্ঠানাদি। ফলে চাহিদা না থাকায় ডেকোরেটর ব্যবসার সাথে জড়িত ৫ শতাধিক মালিক-শ্রমিক হয়ে পড়েছে বেকার। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। করোনার মহামারিতে কোন সহযোগীতা না পেয়ে জীবন বাঁচানোর তাগিদে কেউ কেউ বেছে নিয়েছেন অন্য পেশা। এ অবস্থায় প্রণোদনা সহ সরকারি সহযোগীতার দাবি জানিয়েছেন তারা।
দীর্ঘদিন ধরে কাজ না থাকায় অতি কষ্টে দিন পার করছেন তারা। তাদের কষ্টের কথা জানালেন শ্রমিকরা।
চাহিদা না থাকায় রক্ষণাবেক্ষনের অভাবে দিন দিন নষ্ট হচ্ছে ডেকোরেটর সামগ্রী। লোকসান পোষাতে সরকারি সহযোগীতার দাবি জানালেন ডেকোরেটর মালিক সমিতির নেতা এনামুল হক সরকার।
করোনা পরিস্থিতিতে জেলার ডেকোরেটর মালিক-শ্রমিকদের কথা বিবেচনা করে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে ডেকোরেটর ব্যবসা চালুর অনুমতি এবং আর্থিক সহযোগীতায় আন্তরিক হবে সরকার এমন প্রত্যাশা ভুক্তভোগীদের।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |