- প্রচ্ছদ
-
- প্রধান খবর
- করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২০ ১২:৫১ অপরাহ্ণ
ঢাকা : করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি জুলফিকার মতিন ।
তিনি বলেন, কয়েক দিন ধরে অসুস্থ নজরুল ইসলাম খানকে সোমবার রাতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার করোনা রিপোর্ট পজিটিভ।
নজরুল ইসলাম খানের পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে রোগমুক্তির জন্য দোয়া চেয়ে ছেলে অনিক খান তার ফেসবুক স্টেটাসে লিখেছেন –:-
ঘন্টা খানেক আগে রিপোর্ট পেলাম- আমার বাবা জনাব নজরুল ইসলাম খান করোনা পজেটিভ।
এখন উনাকে দ্রুত হাসাপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
যদিও আপনাদের সকলের দোয়ায় তিনি বরাবরের মতোই মানসিক ভাবে শক্ত আছেন, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন ওঠা-নামা করছে এবং কিছুটা বয়সের কারণে অন্যান্য নানা শারীরিক ব্যধি ও ছাত্রকাল থেকেই মুক্তিযুদ্ধ সহ দীর্ঘ আন্দোলন-সংগ্রামের জীবনের ভার ও এখনও শরীরে ভেতর বুলেট বয়ে চলা ভালো মানুষটি নিজ মুখে না বললেও প্রকৃত তিনি শারীরিকভাবে ভীষণ দুর্বল।
এই করোনা মহামারীর মাঝেও তাকে পারিবারিকভাবে আন্তরিক অনুরোধ এবং ডাক্তার কর্তৃক নিষেধাজ্ঞা দেবার পরেও তিনি তার দলীয় দায়িত্ব পালনে সব উপেক্ষা করে নানা জায়গায় ছুটে বেড়িয়েছেন।
আপনাদের সকলের প্রতি আবেদন, দয়া করে আপনারা তার জন্য আপনাদের দোয়া অব্যহত রাখবেন ও যার যার নিজের ও কাছের মানুষদের প্রতি যত্নশীল থাকবেন।
মহান আল্লাহ-তা’য়ালার দরবারে আপনাদের সকলের জন্য আমারও দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
Please follow and like us:
20 20