আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনে বিজয়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর মো. তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্চের অতিরিক্ত ডিআইজি টি এম মোজাহিদুল ইসলাম। আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি জানান, তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি ইতিমধ্যে তাদের তদন্ত শুরু করেছে। তদন্তে হত্যার সঙ্গে যাদের যোগসাজশ পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে গতকাল শনিবার সিরাজগঞ্জে পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জয় পাওয়ার পর কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় তরিকুল ইসলাম খানকে। এ হত্যাকাণ্ডে তার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |