সিলেটের বিশ্বনাথের ৪নং রামপাশা ইউপির সাবেক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সোনাহর আলীর (কাচা মিয়া মেম্বার) ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২২শে এপ্রিল পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মরহুমের দৌহিত্র সৎপুর কামিল মাদ্রাসার ছাত্র হাফিজ আহমদ তুহিন। মরহুমের মাগফিরাতের দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বড় ছেলে পালেরচক নতুন জামে মসজিদের মোতায়াল্লি ফারুক আহমেদ, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও আশুগঞ্জ বাজার পরিচালনা কমিটি সভাপতি আনোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী গৌছ আলী এবং বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলম হোসেন ও মরহুমের দৌহিত্র সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আমেরিকা প্রবাসী রাব্বি আহমদ রবিন ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমদ ডালিম ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। সোনাহর আলীর জন্ম ১৯১৭ সালে বিশ্বনাথের ৪নং রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে। বৃটিশ ভারত থেকে তৎকালীন পাকিস্তান সরকার ১৯৫৮ সালে সামরিক শাসন জারি পর্যন্ত রামপাশা সার্কেলের (প্রশাসনিক ইউনিট) সহকারী প্রধান ছিলেন তিনি। ১৯৬০ সালে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপাশা ইউপির সদস্য নির্বাচিত হন। ১৯৬৫ সালে দ্বিতীয়বার ও ১৯৭৭ সালে তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। তিনি জীবদ্দশায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। রামপাশা সার্কেলের (প্রসাশনিক ইউনিট) সহকারী প্রধান ও ইউপি সদস্য থাকাকালীন দীর্ঘ ৩০ বৎসর তিনি দক্ষতা ও সততার সহিত দায়িত্ব পালন করে গেছেন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষে নিরলসভাবে কাজ করে গেছেন। এমনকি একজন ন্যায় পরায়ন গ্রাম্য সালিশ বিচারক হিসাবে গোটা বিশ্বনাথ উপজেলা ও তথা সিলেট অঞ্চলে সুনাম অর্জন করে গেছেন। রাজনীতিতেও তার অনেক অবদান রয়েছে। বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন তিনি। এছাড়া একজন শিক্ষানুরাগী ছিলেন। পালেরচক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালিন সময় দীর্ঘদিন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একাধারে উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, একলিমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, তেলিকোনা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি, সৎপুর কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও আশুগঞ্জ বাজার প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও পরিচালনা কমিটি সভাপতি ছিলেন। পালেরচক পুরাতন ও নতুন জামে মসজিদ ও দীপবন্দ পশ্চিম জামে মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন। এমন কি বিশ্বনাথের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মময় জীবনে অনেক সুনাম রয়েছে। ১৯৮৮ সালের ২২শে এপ্রিল রমজান মাসে তারাবির নামাজ শেষে মসজিদে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহতালা সোনাহর আলী কাচা মিয়াকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউন দান নছিব করুন। আমিন ছুমমা আমিন।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |