আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৯
কাতার:- কাতারে প্রথম লেজিসলেটিভ কাউন্সিল, যা শুরা কাউন্সিল নামে পরিচিত, তার নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে অংশ নেয়া ২৬ নারী প্রার্থীর মধ্যে কেউই নির্বাচিত হননি। শনিবার দেশটিতে প্রথম এ পরিষদের দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। কিন্তু এ প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ এবং নাগরিকত্ব নিয়ে দেশের ভিতরেই বিতর্ক শুরু হয়েছে। শুরা কাউন্সিলের আছে আইনী কর্তৃত্ব। রাষ্ট্রের সাধারণ নীতিগুলো ও বাজেট অনুমোদন করে তারা। তবে প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি এবং বিনিয়োগ নীতি নিয়ে তাদের কিছু বলার নেই। সেখানে রাজনৈতিক দল নিষিদ্ধ।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শুরা কাউন্সিলের ৩০ আসনে ভোটে ভোটার উপস্থিতি ছিল শতকরা ৬৩.৫ ভাগ। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। এখন পরিষদের বাকি ১৫ জন সদস্য নিয়োগ দেবেন দেশটির আমীর। কিন্তু কোনো নারী নির্বাচিত না হওয়ায় প্রার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নারী প্রার্থীরা চেয়েছিলেন সরকারে তাদের কথা বলার জন্য নারী প্রতিনিধি থাকা উচিত। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায়ও তাদের অংশগ্রহণ থাকা উচিত। রাজধানী দোহা’র মারখিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৫৯ বছর বয়সী নার্সিং ম্যানেজার আয়শা হামাম আল জসিম। তিনি বলেন, কাতারের দৃষ্টিভঙ্গি কি হবে তা শুধু নির্ধারণের অধিকার পুরুষদেরই থাকা উচিত নয়। তাই তিনি কাতারের নারীদের জেগে উঠার আহ্বান জানিয়েছেন এবং তারা যা বিশ্বাস করেন, সে মতো কথা বলার আহ্বান জানিয়েছেন। বলেছেন, তারা যেন ভবিষ্যতে নারী প্রার্থীদের ভোট দিয়ে শক্তিশালী করেন।
উল্লেখ্য, কাতারের অনেক নারী বিদেশিদের বিয়ে করেন। তাদের ঔরসে সন্তানের মা হন। তারা চান তাদের সেই সন্তান কাতারের সমাজের সঙ্গে মিশে যাক। মানসিকতা পরিবর্তন করানোর লক্ষ্যে কারখানা বিষয়ক প্রকৌশলী আল মাহা আল মজিদ (৩৪) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বলেন, নারীদেরকে ভোট দেয়ার জন্য পুরুষদের বোঝাতে হবে। তাদের বোঝাতে হবে, আমরাও কাজ করতে পারি। আমাদেরও বাড়তি দায়িত্ব আছে। এই সমাজের অংশ হিসেবে আমি সেই দায়িত্ব নিতে চাই।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |