বিডি দিনকাল ডেস্ক ::-কাতারে একজন অসহায় ব্যক্তিকে রাস্তা পারাপারে সহযোগিতা করার পর মানবিক কাজরে স্বীকৃতি হিসেবে সরকারি ও বেসরকারি পুরস্কারে ভূষিত বাংলাদেশি তরুণ ইয়াছিনকে সম্মাননা দিয়েছে ইভিনিং স্পাইস রেস্টুরেন্ট। কাতারের সানাইয়ায় এশিয়ান টাউনের প্লাজা মলে অবস্থিত ইভিনিং স্পাইস পুরোপুরি বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁ। । গতকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার রাতে ইভিনিং রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু তাঁর রেস্তোরাঁর পক্ষ থেকে সম্মাননা হিসেবে নগদ অর্থ তুলে দেন ইয়াছিনের হাতে। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক মাশহারুল হক, রেস্তোরাঁর ম্যানেজার রুমেল উদ্দিনসহ অন্যরা। এ সময় শরিফুল হক সাজু বলেন, অন্যের উপকার করার মাধ্যমে ইয়াছিন প্রমাণ করলেন, বিদেশে শত ব্যস্ততার মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মানবিকতা কখনো ভুলে যান না। বরং অন্যের কল্যাণে নিবেদিত থাকাই বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির শিক্ষা। ইয়াছিন কাতারে বাংলাদেশ ও বাংলাদেশিদের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। তাঁকে দেখে অন্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন। কর্মব্যস্ত দিন শেষে এমন সম্মাননা পেয়ে আপ্লুত ইয়াছিন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমি কখনো ভাবিনি যে আপনারা আমাকে ডেকে এই ভালোবাসা প্রকাশ করবেন। এটি আমাকে আগামীর পথচলায় শক্তি ও সাহস যোগাবে। পরে ইয়াছিনের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সম্প্রতি ইয়াছিনের ছবি কাতারের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে পুরস্কৃত করে ইয়াছিনকে। পাশাপাশি ইয়াছিন যে কোম্পানিতে কাজ করেন, সেই তালাবাতও তাকে কর্মক্ষেত্রে প্রমোশন দেয়।