বিডি দিনকাল ডেস্ক :- কান্নায় ভিজে বার্সেলোনার পাঠ চুকিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের ন্যু-ক্যাম্প ত্যাগে আন্দোলিত হয়েছে গোটা বিশ্ব। কেঁদেছেন মেসি, কেঁদেছেন ভক্ত-সমর্থকরা। বার্সেলোনার এক কর্মকর্তা তো এ নিয়ে বোমা ফাঁটালেন। ইস্পাই বার্সা কমিশনের সেই সদস্য বলেছেন, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মেসিকে ছেড়ে দিয়েছেন বার্সা প্রধান হোয়ান লাপোর্তা।
সাবেক সভাপতি বার্তোমেউয়ের আমলে প্রথমবারের মতো মেসির বার্সেলোনা ত্যাগের সম্ভাবনা জাগে। সভাপতির দায়িত্ব পেয়ে হুয়ান লাপোর্তা বারবার সমর্থকদের আশ্বস্ত করেন যে, বার্সেলোনায়ই থাকবেন মেসি। যেকোনো মূল্যে আর্জেন্টাইন তারকাকে ধরে রাখবেন তিনি। তবে অর্ধেক বেতন কমাতে চেয়েও ইচ্ছাপূরণ হয়নি মেসির।
লা লিগার কাঠামোজনিত ঝামেলায় অনিচ্ছা সত্ত্বেও কাতালান ক্লাবটিকে বিদায় জানিয়েছেন মেসি।
নাভারা বিশ্ববিদ্যালয়ের আইইএসই ব্যবসা শিক্ষা অনুষদের প্রফেসর ইয়োপিসের দাবি, চাইলে মেসিকে ধরে রাখার ব্যাপারে আরও চেষ্টা করতে পারতো বার্সেলোনা। এক খোলা চিঠিতে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে ইয়োপিস বলেছেন, মেসিকে চলে যেতে দিয়ে লাপোর্তা রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করেছেন। বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কৌশল বিশেষজ্ঞ ইয়োপিসের ধারণা, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন লাপোর্তা।
লাপোর্তাকে উদ্দেশ্য করে খোলা চিঠিতে ইয়োপিস লিখেছেন, ‘তুমি আমাকে হতাশ করেছো। আমি ভেবেছিলাম ফ্লোরেন্তিনোর যোগ্য প্রতিপক্ষ হওয়ার ক্ষমতা শুধু তোমার আছে। আমার কাছে এত তথ্য নেই, কিন্তু মেসিকে ধরে রাখার ব্যাপারে আরও চেষ্টা করা যেত। আরও অনেক পথ খোলা ছিল। মেসি বার্সেলোনার ইতিহাসেরই গুরুত্বপূর্ণ অংশ।’
ইয়োপিস লিখেছেন, ‘এই সিদ্ধান্তের ফলে পিএসজির শক্তি বাড়ানো হলো ( মেসি যোগ দিচ্ছেন পিএসজিতে) এবং এমবাপ্পেরও মাদ্রিদে যাওয়ার পথ সহজ করে দেয়া হলো। এটাই তো পেরেজের নিখুঁত পরিকল্পনা। ইতিহাস তোমাকে মনে রাখবে মেসিকে ছাঁটাই করা সভাপতি হিসেবে।’
নিজের পদত্যাগের ব্যাপারে ইয়োপিস বলেন, ‘আমাকে এস্পাই বার্সা কমিশনে যুক্ত হওয়ার মতো যোগ্য মনে করার জন্য ধন্যবাদ। আমার পদত্যাগের সময় এসেছে। আমার স্বাধীন মত প্রকাশ করা দরকার।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |