বিডি দিনকাল ডেস্ক :- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-গাজীপুর মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান গতরাত ৮ টায় কাসিমপুর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হলে তাকে কারা হাসপাতালে স্থনান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। জাহাঙ্গীর আলম প্রধান এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল- গাজীপুর মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এর মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। বর্তমান ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের উদ্দ্যেশে কারাগারের ভিতরেও নির্যাতন অভ্যাহত রেখেছে। জাহাঙ্গীর আলম প্রধান কে কারা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী রিমান্ডের নামে নির্যাতন ও উন্নত চিকিৎসা সুবিধা না দিয়ে তাকে তিলে তিলে হত্যার পথ সুগম করেছে। নেতৃদ্বয় এ ধরনের হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী করেছেন।
নেতৃদ্বয় এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |